অ্যাডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার দুই সপ্তাহ পর স্থানীয় সময় গতকাল শনিবার ডুবে গেছে ব্রিটিশ মালিকানাধীন পণ্যবাহী জাহাজ রুবিমার। ডুবে যাওয়ার আগে কয়েক দিন ধরেই জাহাজটি অ্যাডেন উপসাগরে ভাসছিল এবং এর ভেতরে পানি ঢুকছিল।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ করে হামলা শুরু করার পর এটিই প্রথম কোনো জাহাজ ডুবির ঘটনা।
হামলার সময় রুবিমার জাহাজে করে সার পরিবহন করা হচ্ছিল। তাই জাহাজটি ডুবে যাওয়ায় এটি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অ্যাডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুবিমার জাহাজটি বিধ্বস্ত হয়েছিল। ১০ দিন আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল, জাহাজটি পানিতে ভাসছে এবং এর ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বিবিসির হাতে আসা একটি ছবিতে দেখা গিয়েছিল—সামনের অংশ ডুবে গেলেও জাহাজটি তখনো পানির ওপর ভাসমান ছিল।
সে সময় ডুবে যাওয়ার শঙ্কা প্রকাশ করলেও মালিকপক্ষ আশা করেছিল, ক্ষতিগ্রস্ত রুবিমার জাহাজটিকে কাছাকাছি জিবুতিতে নিয়ে যাওয়া হবে। ডুবে যাওয়ার মুহূর্তে জাহাজটিতে কেউ অবস্থান করছিল কি না এখনো জানা যায়নি।
জানা গেছে, বেলিজের পতাকাবাহী রুবিমার জাহাজটি পরিচালনা করত লেবাননের একটি সংস্থা। তবে এটির মূল মালিক গোল্ডেন অ্যাডভেঞ্চার শিপিং কোম্পানি। ব্রিটিশ বন্দর সাউদাম্পটনের একটি ঠিকানা দেওয়া আছে এই সংস্থাটির।
অ্যামোনিয়াম নাইট্রেট সার বহন করা রুবিমার ডুবে যাওয়াকে ‘নজিরবিহীন পরিবেশ বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক। সাগরের পানিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছড়িয়ে দক্ষিণ লোহিত সাগরের প্রবাল প্রাচীর, উপকূলীয় ম্যানগ্রোভ এবং সামুদ্রিক জীবন ও বাস্তুতন্ত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংস্থা গ্রিনপিসও।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে হুতি নেতা মোহাম্মদ আলী আল-হুতি এক টুইটে বলেছেন, গাজায় ত্রাণবাহী ট্রাকগুলোকে অনুমতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং যুক্তরাজ্য সরকারের সুযোগ ছিল রুবিমারকে রক্ষা করার।
গত নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। হামলার ফলে অসংখ্য শিপিং কোম্পানি আল-মান্দাব প্রণালির এই পথ ব্যবহার বন্ধ করে দিয়েছে। বিশ্বের সমুদ্রবাহিত বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পরিবহন হয় এই পথ ব্যবহার করে।
অ্যাডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার দুই সপ্তাহ পর স্থানীয় সময় গতকাল শনিবার ডুবে গেছে ব্রিটিশ মালিকানাধীন পণ্যবাহী জাহাজ রুবিমার। ডুবে যাওয়ার আগে কয়েক দিন ধরেই জাহাজটি অ্যাডেন উপসাগরে ভাসছিল এবং এর ভেতরে পানি ঢুকছিল।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ করে হামলা শুরু করার পর এটিই প্রথম কোনো জাহাজ ডুবির ঘটনা।
হামলার সময় রুবিমার জাহাজে করে সার পরিবহন করা হচ্ছিল। তাই জাহাজটি ডুবে যাওয়ায় এটি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অ্যাডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুবিমার জাহাজটি বিধ্বস্ত হয়েছিল। ১০ দিন আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল, জাহাজটি পানিতে ভাসছে এবং এর ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বিবিসির হাতে আসা একটি ছবিতে দেখা গিয়েছিল—সামনের অংশ ডুবে গেলেও জাহাজটি তখনো পানির ওপর ভাসমান ছিল।
সে সময় ডুবে যাওয়ার শঙ্কা প্রকাশ করলেও মালিকপক্ষ আশা করেছিল, ক্ষতিগ্রস্ত রুবিমার জাহাজটিকে কাছাকাছি জিবুতিতে নিয়ে যাওয়া হবে। ডুবে যাওয়ার মুহূর্তে জাহাজটিতে কেউ অবস্থান করছিল কি না এখনো জানা যায়নি।
জানা গেছে, বেলিজের পতাকাবাহী রুবিমার জাহাজটি পরিচালনা করত লেবাননের একটি সংস্থা। তবে এটির মূল মালিক গোল্ডেন অ্যাডভেঞ্চার শিপিং কোম্পানি। ব্রিটিশ বন্দর সাউদাম্পটনের একটি ঠিকানা দেওয়া আছে এই সংস্থাটির।
অ্যামোনিয়াম নাইট্রেট সার বহন করা রুবিমার ডুবে যাওয়াকে ‘নজিরবিহীন পরিবেশ বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন ইয়েমেন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক। সাগরের পানিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছড়িয়ে দক্ষিণ লোহিত সাগরের প্রবাল প্রাচীর, উপকূলীয় ম্যানগ্রোভ এবং সামুদ্রিক জীবন ও বাস্তুতন্ত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংস্থা গ্রিনপিসও।
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে হুতি নেতা মোহাম্মদ আলী আল-হুতি এক টুইটে বলেছেন, গাজায় ত্রাণবাহী ট্রাকগুলোকে অনুমতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং যুক্তরাজ্য সরকারের সুযোগ ছিল রুবিমারকে রক্ষা করার।
গত নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। হামলার ফলে অসংখ্য শিপিং কোম্পানি আল-মান্দাব প্রণালির এই পথ ব্যবহার বন্ধ করে দিয়েছে। বিশ্বের সমুদ্রবাহিত বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পরিবহন হয় এই পথ ব্যবহার করে।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১২ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে