ঢাকা: অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী শেখ জাররাহ এলাকায় বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। গায়ে প্রেস লেখা জ্যাকেট থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান নাবিল মাজাউইও আক্রমণের শিকার হন। তবে এ ঘটনায় প্রতিক্রিয়া শুরু হলে গ্রেপ্তার সাংবাদিককে (গিভারা বুদেইরি) কয়েক ঘণ্টা পরেই শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।
গ্রেপ্তারের সময় সাংবাদিক গিভারা বুদেইরিকে লাঞ্ছনা, মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। গিভারা বুদেইরি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরাতে কাজ করছেন।
মুক্তির পর সাংবাদিক গিভারা বুদেইরি আল জাজিরাকে বলেন, তাঁরা চারদিক থেকে ছুটে আসে। তাঁরা চারদিক থেকে খুব বাজে ভাবে আমাকে লাথি মারছিল। তিনি আরও বলেন, শেখ জাররাহ এলাকায় আগামী ১৫ দিন না যাওয়ার শর্তে তাঁরা আমাকে মুক্তি দেয়।
এক বিবৃতিতে আল জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোস্তফা সওজ বলেন, আন্তর্জাতিক সকল নিয়মনীতি উপেক্ষা করে তাঁরা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের সাংবাদিকদের টার্গেট করছে। আজ ইসরায়েলি বাহিনী সাংবাদিক গিভারা বুদেইরি এবং নাবিল মাজাউইয়ের সঙ্গে যে আচরণ করেছে সেটি সাংবাদিকদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।
এর আগে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানান, গিভারা বুদেইরিকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন তাঁর গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন।
হোদা আবদেল হামিদ বলেন, তাঁকে (গিভারা বুদেইরি) ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবদেল হামিদ আরও বলেন, ইসরায়েলি পুলিশের চড়াও হওয়ার মতো কোনো ঘটনাই সেখানে ঘটেনি। তবুও তারা কেন বুদেইরির ওপর চড়াও হলো তা পরিষ্কার না।
আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের বারবারা ট্রিয়ানফি বলেন, ইসরায়েলি পুলিশের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রিপোর্টার উইথ আউট বর্ডারসের মুখপাত্র সাবরিনা বেনোই আল জাজিরাকে বলেন, মুক্ত গণমাধ্যমের বিপক্ষে এটি একটি সুস্পষ্ট বাঁধা। কেননা গ্রেপ্তার সাংবাদিক ‘প্রেস’ জ্যাকেট পরা ছিলেন এবং তিনি স্বীকৃত একটি প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মী।
রিপোর্টার উইথ আউট বর্ডারস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের প্রায় ১৪ জন সাংবাদিককে বন্দী করে আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে শেখ জাররাহ এলাকাতেই জেইনা হালওয়ানি ও ওয়াব মিকিয়াহকে লাঞ্ছিত করে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
এর আগে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধ চলাকালে গত ১৫ মে গাজায় আল-জাজিরার ভবন গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল।
ঢাকা: অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী শেখ জাররাহ এলাকায় বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। গায়ে প্রেস লেখা জ্যাকেট থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান নাবিল মাজাউইও আক্রমণের শিকার হন। তবে এ ঘটনায় প্রতিক্রিয়া শুরু হলে গ্রেপ্তার সাংবাদিককে (গিভারা বুদেইরি) কয়েক ঘণ্টা পরেই শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।
গ্রেপ্তারের সময় সাংবাদিক গিভারা বুদেইরিকে লাঞ্ছনা, মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। গিভারা বুদেইরি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরাতে কাজ করছেন।
মুক্তির পর সাংবাদিক গিভারা বুদেইরি আল জাজিরাকে বলেন, তাঁরা চারদিক থেকে ছুটে আসে। তাঁরা চারদিক থেকে খুব বাজে ভাবে আমাকে লাথি মারছিল। তিনি আরও বলেন, শেখ জাররাহ এলাকায় আগামী ১৫ দিন না যাওয়ার শর্তে তাঁরা আমাকে মুক্তি দেয়।
এক বিবৃতিতে আল জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোস্তফা সওজ বলেন, আন্তর্জাতিক সকল নিয়মনীতি উপেক্ষা করে তাঁরা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের সাংবাদিকদের টার্গেট করছে। আজ ইসরায়েলি বাহিনী সাংবাদিক গিভারা বুদেইরি এবং নাবিল মাজাউইয়ের সঙ্গে যে আচরণ করেছে সেটি সাংবাদিকদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।
এর আগে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানান, গিভারা বুদেইরিকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন তাঁর গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন।
হোদা আবদেল হামিদ বলেন, তাঁকে (গিভারা বুদেইরি) ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবদেল হামিদ আরও বলেন, ইসরায়েলি পুলিশের চড়াও হওয়ার মতো কোনো ঘটনাই সেখানে ঘটেনি। তবুও তারা কেন বুদেইরির ওপর চড়াও হলো তা পরিষ্কার না।
আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের বারবারা ট্রিয়ানফি বলেন, ইসরায়েলি পুলিশের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রিপোর্টার উইথ আউট বর্ডারসের মুখপাত্র সাবরিনা বেনোই আল জাজিরাকে বলেন, মুক্ত গণমাধ্যমের বিপক্ষে এটি একটি সুস্পষ্ট বাঁধা। কেননা গ্রেপ্তার সাংবাদিক ‘প্রেস’ জ্যাকেট পরা ছিলেন এবং তিনি স্বীকৃত একটি প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মী।
রিপোর্টার উইথ আউট বর্ডারস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের প্রায় ১৪ জন সাংবাদিককে বন্দী করে আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে শেখ জাররাহ এলাকাতেই জেইনা হালওয়ানি ও ওয়াব মিকিয়াহকে লাঞ্ছিত করে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
এর আগে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধ চলাকালে গত ১৫ মে গাজায় আল-জাজিরার ভবন গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে