হাসসাম আল-আত্তা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ১৫ বছর বয়সী এক কিশোর। যে কিনা গাজার নিউটন হিসেবে পরিচিতি পেয়েছে একেবারে মৌলিক পদ্ধতিতে ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে। ইসরায়েলি হামলার কারণে অন্ধকারে ছেয়ে যাওয়া গাজায় হাসসামের মতো উদ্যমী কিশোরেরাই যেন আশার আলো জ্বালিয়ে রেখেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার বেশির ভাগ আবাসিক ভবনই মাটির সঙ্গে মিশে গিয়েছে। বিদ্যুৎ অবকাঠামো একপ্রকার বিধ্বস্ত হয়ে গেছে। এই অবস্থায় পকেট ডায়নামো আর টিনের পাখা ব্যবহার করে ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করেছেন হাসসাম আল-আত্তা।
আল জাজিরাকে হাসসাম আল-আত্তা বলেছে, ‘আমার এলাকার সবাই আমাকে গাজার নিউটন বলে ডাকে। যুদ্ধের কারণে আমি যেখানে থাকি, সেখানে কোনো বিদ্যুৎ নেই। তাই আমি আমার সাধ্যমতো এখানে আলো জ্বালানোর চেষ্টা করেছি।’
হাসসাম আরও বলে, ‘আমি বাজার থেকে ১ শেকেল (ইসরায়েলি মুদ্রা) দিয়ে একটি পকেট ডায়নামো কিনে আনি। সাধারণত, যখন একটি ডায়নামোকে ঘোরানো হয়, তখন এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই মূলনীতি অনুসরণ করে আমি আমাদের বাড়ির চালে একটি ডায়নামো স্থাপন করি এবং এটির সঙ্গে একটি পাখা যুক্ত করে দিই। বাতাসের সাহায্যে এই পাখা ঘুরলে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়।’
হাসসাম আল-আত্তা জানায়, বাতাস থাকলে পাখা ঘোরে এবং বিদ্যুৎ উৎপাদিত হয়। গাজার এই উদ্যমী কিশোর বলে, ‘আমাদের যদি ব্যাটারি থাকত, তাহলে হয়তো সেগুলোকে রিচার্জ করে রেখে আরও বেশি বিদ্যুতের চাহিদা মেটানো যেত। আমরা অল্প করে হলেও ২৪ ঘণ্টাই বিদ্যুতের সুবিধা পেতাম।’
গাজার এই নিউটন জানায়, মূলত তার বড় ভাইয়ের দুই যমজ সন্তানের রাতে জেগে উঠে কান্না করার বিষয়টি থেকে সে পকেট ডায়নামো দিয়ে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করে। কারণ, এই শিশু দুটি রাতের অন্ধকারে খুবই ভয় পায় এবং জেগে উঠে আলো না পাওয়া পর্যন্ত কাঁদতে থাকে। কিন্তু এখন তারা জাগলেই আলো দেখতে পায় এবং খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। তারা এখন আর অন্ধকারের ভয়ে ভীত নয়।
গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে হাসসাম আল-আত্তা আমাদের কোনো খাট নেই, কোনো কম্বল নেই, মাটির ওপর ফেলা বিছানায় আমাদের ঘুমাতে হয়। আমরা উত্তর গাজা থেকে হেঁটে রাফায় পৌঁছেছি। কয়েকটি কম্বল আর পরিধানের কাপড় ছাড়া আর কিছুই নেই আমাদের।
ইসরায়েলি গানবোট আর যুদ্ধবিমানের গর্জন রাফার আশ্রয়শিবিরের শিশুদের ভীত করে তোলে উল্লেখ করে হাসসাম বলে, যুদ্ধবিমান ও গানবোটের আওয়াজ আমাকেও ভীত করে। যেন আমাদের তাঁবুর ঠিক পাশেই গোলাবর্ষণ করছে ইসরায়েলি গানবোট ও যুদ্ধবিমানগুলো।
গাজায় হাসসামের মতো আরও শত শত উদ্যমী, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কিশোর আছে। এ বিষয়ে হাসসাম বলে, ‘আমার মতো শত শত উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কিশোর আছে গাজায়। কিন্তু কেউই তাদের দিকে নজর দেয় না, কাজের প্রশংসা করে না।’ আরব বিশ্বের দেশগুলো ও বিশ্ব সম্প্রদায়কে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে এই কিশোর আরও বলে, ‘আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।’
হাসসাম আল-আত্তা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ১৫ বছর বয়সী এক কিশোর। যে কিনা গাজার নিউটন হিসেবে পরিচিতি পেয়েছে একেবারে মৌলিক পদ্ধতিতে ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে। ইসরায়েলি হামলার কারণে অন্ধকারে ছেয়ে যাওয়া গাজায় হাসসামের মতো উদ্যমী কিশোরেরাই যেন আশার আলো জ্বালিয়ে রেখেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার বেশির ভাগ আবাসিক ভবনই মাটির সঙ্গে মিশে গিয়েছে। বিদ্যুৎ অবকাঠামো একপ্রকার বিধ্বস্ত হয়ে গেছে। এই অবস্থায় পকেট ডায়নামো আর টিনের পাখা ব্যবহার করে ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করেছেন হাসসাম আল-আত্তা।
আল জাজিরাকে হাসসাম আল-আত্তা বলেছে, ‘আমার এলাকার সবাই আমাকে গাজার নিউটন বলে ডাকে। যুদ্ধের কারণে আমি যেখানে থাকি, সেখানে কোনো বিদ্যুৎ নেই। তাই আমি আমার সাধ্যমতো এখানে আলো জ্বালানোর চেষ্টা করেছি।’
হাসসাম আরও বলে, ‘আমি বাজার থেকে ১ শেকেল (ইসরায়েলি মুদ্রা) দিয়ে একটি পকেট ডায়নামো কিনে আনি। সাধারণত, যখন একটি ডায়নামোকে ঘোরানো হয়, তখন এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই মূলনীতি অনুসরণ করে আমি আমাদের বাড়ির চালে একটি ডায়নামো স্থাপন করি এবং এটির সঙ্গে একটি পাখা যুক্ত করে দিই। বাতাসের সাহায্যে এই পাখা ঘুরলে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়।’
হাসসাম আল-আত্তা জানায়, বাতাস থাকলে পাখা ঘোরে এবং বিদ্যুৎ উৎপাদিত হয়। গাজার এই উদ্যমী কিশোর বলে, ‘আমাদের যদি ব্যাটারি থাকত, তাহলে হয়তো সেগুলোকে রিচার্জ করে রেখে আরও বেশি বিদ্যুতের চাহিদা মেটানো যেত। আমরা অল্প করে হলেও ২৪ ঘণ্টাই বিদ্যুতের সুবিধা পেতাম।’
গাজার এই নিউটন জানায়, মূলত তার বড় ভাইয়ের দুই যমজ সন্তানের রাতে জেগে উঠে কান্না করার বিষয়টি থেকে সে পকেট ডায়নামো দিয়ে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করে। কারণ, এই শিশু দুটি রাতের অন্ধকারে খুবই ভয় পায় এবং জেগে উঠে আলো না পাওয়া পর্যন্ত কাঁদতে থাকে। কিন্তু এখন তারা জাগলেই আলো দেখতে পায় এবং খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। তারা এখন আর অন্ধকারের ভয়ে ভীত নয়।
গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে হাসসাম আল-আত্তা আমাদের কোনো খাট নেই, কোনো কম্বল নেই, মাটির ওপর ফেলা বিছানায় আমাদের ঘুমাতে হয়। আমরা উত্তর গাজা থেকে হেঁটে রাফায় পৌঁছেছি। কয়েকটি কম্বল আর পরিধানের কাপড় ছাড়া আর কিছুই নেই আমাদের।
ইসরায়েলি গানবোট আর যুদ্ধবিমানের গর্জন রাফার আশ্রয়শিবিরের শিশুদের ভীত করে তোলে উল্লেখ করে হাসসাম বলে, যুদ্ধবিমান ও গানবোটের আওয়াজ আমাকেও ভীত করে। যেন আমাদের তাঁবুর ঠিক পাশেই গোলাবর্ষণ করছে ইসরায়েলি গানবোট ও যুদ্ধবিমানগুলো।
গাজায় হাসসামের মতো আরও শত শত উদ্যমী, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কিশোর আছে। এ বিষয়ে হাসসাম বলে, ‘আমার মতো শত শত উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কিশোর আছে গাজায়। কিন্তু কেউই তাদের দিকে নজর দেয় না, কাজের প্রশংসা করে না।’ আরব বিশ্বের দেশগুলো ও বিশ্ব সম্প্রদায়কে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে এই কিশোর আরও বলে, ‘আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১২ ঘণ্টা আগে