গত ৭ অক্টোবর দুই শতাধিক ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে ছিলেন ৮৫ বছর বয়সী এক নারী। দুই সপ্তাহ পর গত মাসে মুক্তি পান তিনি। বন্দী অবস্থায় গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথা হয়েছিল বলে জানান ওই বৃদ্ধা।
দেশে ফিরে হিব্রু ভাষার সংবাদপত্র দাভারকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়োচেভেড লিফশিৎজ নামের ওই বৃদ্ধা। তিনি সারা জীবন ফিলিস্তিন-ইসরায়েল শান্তির জন্য কাজ করেছেন।
ইসরায়েলের কিবুৎজ নির ওজে নিজ বাড়ি থেকে তাঁকে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। তিনি দাভার পত্রিকাকে বলেন, একটি ভূগর্ভস্থ টানেলে জিম্মিদের দেখতে আসতেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। সেখানে তাঁর সঙ্গে লিফশিৎজের সাক্ষাৎ জয়।
লিফশিৎজ হিব্রু ভাষার দাভারকে বলেন, ‘আমাদের সেখানে নিয়ে যাওয়ার তিন থেকে চার দিন পর সিনওয়ার আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এত বছর ধরে যারা শান্তির কথা বলে এসেছেন, শান্তি সমর্থন করে এসেছেন, তাঁদের সঙ্গে এমন কাজ তিনি কীভাবে করলেন? এর জন্য কি লজ্জিত নন? সিনওয়ার এ প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি চুপ ছিলেন।’
লিফশিৎজের নাতি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাঁর দাদি একজন শান্তিকর্মী। স্বামীর সঙ্গে গাজার অসুস্থ ফিলিস্তিনিদের বহু বছর হাসপাতালে চিকিৎসা নিতে সহায়তা করেছেন। তাঁর ৮৩ বছর বয়সী স্বামী ওদেদকেও বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তিনি এখনো মুক্ত হননি।
গত মাসে হামাসের বন্দিদশা থেকে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিফশিৎজ। তিনি বলেন, গাজা উপত্যকায় জিম্মি হিসেবে তাঁর দুই সপ্তাহ ছিল জাহান্নামে থাকার মতো।
যুদ্ধের প্রথম দিকে হামাসের মুক্তি দেওয়ার চার নারীর একজন লিফশিৎজ। তিনি বলেন, অপহরণ করার সময় তাঁকে মারধর করা হয়েছিল। কিন্তু এর পরের দুই সপ্তাহ ভালো আচরণ করা হয়েছিল।
মুক্তির সময় মুখোশধারী এক ব্যক্তির সঙ্গে লিফশিৎজকে হাত মেলাতে দেখা যায়। কেন তিনি এমন করেছিলেন জিজ্ঞাসা করা হলে বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে। আমাদের সমস্ত চাহিদা তারা পূরণ করেছে।’
গত ৭ অক্টোবর দুই শতাধিক ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে ছিলেন ৮৫ বছর বয়সী এক নারী। দুই সপ্তাহ পর গত মাসে মুক্তি পান তিনি। বন্দী অবস্থায় গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথা হয়েছিল বলে জানান ওই বৃদ্ধা।
দেশে ফিরে হিব্রু ভাষার সংবাদপত্র দাভারকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়োচেভেড লিফশিৎজ নামের ওই বৃদ্ধা। তিনি সারা জীবন ফিলিস্তিন-ইসরায়েল শান্তির জন্য কাজ করেছেন।
ইসরায়েলের কিবুৎজ নির ওজে নিজ বাড়ি থেকে তাঁকে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। তিনি দাভার পত্রিকাকে বলেন, একটি ভূগর্ভস্থ টানেলে জিম্মিদের দেখতে আসতেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। সেখানে তাঁর সঙ্গে লিফশিৎজের সাক্ষাৎ জয়।
লিফশিৎজ হিব্রু ভাষার দাভারকে বলেন, ‘আমাদের সেখানে নিয়ে যাওয়ার তিন থেকে চার দিন পর সিনওয়ার আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এত বছর ধরে যারা শান্তির কথা বলে এসেছেন, শান্তি সমর্থন করে এসেছেন, তাঁদের সঙ্গে এমন কাজ তিনি কীভাবে করলেন? এর জন্য কি লজ্জিত নন? সিনওয়ার এ প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি চুপ ছিলেন।’
লিফশিৎজের নাতি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাঁর দাদি একজন শান্তিকর্মী। স্বামীর সঙ্গে গাজার অসুস্থ ফিলিস্তিনিদের বহু বছর হাসপাতালে চিকিৎসা নিতে সহায়তা করেছেন। তাঁর ৮৩ বছর বয়সী স্বামী ওদেদকেও বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তিনি এখনো মুক্ত হননি।
গত মাসে হামাসের বন্দিদশা থেকে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিফশিৎজ। তিনি বলেন, গাজা উপত্যকায় জিম্মি হিসেবে তাঁর দুই সপ্তাহ ছিল জাহান্নামে থাকার মতো।
যুদ্ধের প্রথম দিকে হামাসের মুক্তি দেওয়ার চার নারীর একজন লিফশিৎজ। তিনি বলেন, অপহরণ করার সময় তাঁকে মারধর করা হয়েছিল। কিন্তু এর পরের দুই সপ্তাহ ভালো আচরণ করা হয়েছিল।
মুক্তির সময় মুখোশধারী এক ব্যক্তির সঙ্গে লিফশিৎজকে হাত মেলাতে দেখা যায়। কেন তিনি এমন করেছিলেন জিজ্ঞাসা করা হলে বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে। আমাদের সমস্ত চাহিদা তারা পূরণ করেছে।’
পাকিস্তানে প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা সৃষ্টি হয়। এই বন্যায় দেশটিতে মৃত্যুর মিছিল থামছে না। বিবিসি জানিয়েছে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার সোয়াবি জেলায় হঠাৎ বন্যার স্রোতে কয়েকটি ঘর ভেসে গেলে মাটির নিচে চাপা পড়ে মারা যায় দুই শিশু।
৯ ঘণ্টা আগেসিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তিতে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গতকাল রোববার আরব মিডিয়া প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
১০ ঘণ্টা আগেমার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) হাতে আবারও আটক হয়েছেন কিলমার আব্রেগো গার্সিয়া। স্থানীয় সময় আজ সোমবার (২৫ আগস্ট) সকালে বাল্টিমোরের আইসিই অফিসে হাজির হওয়ার পরই তাঁকে আটক করা হয়। এবার তাঁকে উগান্ডা পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগেইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জ্যাক নেরিয়া সতর্ক করেছেন, ইরানের সঙ্গে শিগগির দ্বিতীয় দফা সংঘাত শুরু হতে পারে। স্থানীয় রেডিও চ্যানেল ১০৩ এফএমে দেওয়া এক সাক্ষাৎকারে নেরিয়া দাবি করেছেন, হিজবুল্লাহর যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইরান, যা আসন্ন হামলার আশঙ্কার ইঙ্গিত বহন করছে।
১১ ঘণ্টা আগে