আজকের পত্রিকা ডেস্ক
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ গাজার প্রভাবশালী আবু শাবাব গোত্রের নেতা ইয়াসির আবু শাবাবকে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামে বলা হয়েছে—তিনি যেন নিজ উদ্যোগে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসবিরোধী সশস্ত্র গ্যাংয়ের নেতা ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, অবৈধ সশস্ত্র গোষ্ঠী গঠন এবং সশস্ত্র বিদ্রোহ পরিচালনার অভিযোগে বিচার করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করেন, তবে তাকে আইনের চোখে পলাতক হিসেবে বিবেচনা করা হবে এবং অনুপস্থিত অবস্থাতেই তার বিচার চলবে।’
হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত ‘বিপ্লবী আদালত’ নামে একটি বিশেষ আদালতের মাধ্যমে গৃহীত হয়েছে। এই আদালত গাজাবাসীদের আহ্বান করেছে—যারাই শাবাবের অবস্থান সম্পর্কে কিছু জানেন, তারা যেন হামাসের নিরাপত্তা বাহিনীকে তা অবহিত করেন। বর্তমানে তিনি দক্ষিণ গাজার রাফাহ এলাকায় অবস্থান করছেন। এই এলাকাটি এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।
এর আগে জুন মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় হামাসবিরোধী কিছু গোত্রকে সক্রিয়ভাবে কাজে লাগানো হচ্ছে। গাজার কিছু গোত্র স্থানীয়ভাবে প্রভাবশালী এবং অতীতে হামাসের সঙ্গে তাদের উত্তেজনা বা সংঘর্ষ নজির রয়েছে।
স্থানীয় ও ত্রাণকর্মীরা অভিযোগ করেছেন—গাজায় কিছু গোত্র মানবিক সহায়তা বহনকারী ট্রাক থেকে ত্রাণ লুট করেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। তবে কয়েকটি গোত্র ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অস্বীকার করে লুটপাটের নিন্দা জানিয়ে প্রকাশ্য বিবৃতি দিয়েছে।
আবু শাবাব গোষ্ঠী এক অনলাইন বিবৃতিতে দাবি করেছে, তারা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ইসরায়েল-সমর্থিত নতুন খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে সাহায্যের চালান নিরাপদে পৌঁছাতে সহায়তা করছে। তবে, অনেক ফিলিস্তিনি বলছেন, এই গোষ্ঠীও ত্রাণ সহায়তা বহনকারী কিছু বহরে হামলা ও লুটপাটে জড়িত রয়েছে।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ গাজার প্রভাবশালী আবু শাবাব গোত্রের নেতা ইয়াসির আবু শাবাবকে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামে বলা হয়েছে—তিনি যেন নিজ উদ্যোগে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসবিরোধী সশস্ত্র গ্যাংয়ের নেতা ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, অবৈধ সশস্ত্র গোষ্ঠী গঠন এবং সশস্ত্র বিদ্রোহ পরিচালনার অভিযোগে বিচার করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করেন, তবে তাকে আইনের চোখে পলাতক হিসেবে বিবেচনা করা হবে এবং অনুপস্থিত অবস্থাতেই তার বিচার চলবে।’
হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত ‘বিপ্লবী আদালত’ নামে একটি বিশেষ আদালতের মাধ্যমে গৃহীত হয়েছে। এই আদালত গাজাবাসীদের আহ্বান করেছে—যারাই শাবাবের অবস্থান সম্পর্কে কিছু জানেন, তারা যেন হামাসের নিরাপত্তা বাহিনীকে তা অবহিত করেন। বর্তমানে তিনি দক্ষিণ গাজার রাফাহ এলাকায় অবস্থান করছেন। এই এলাকাটি এখন ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।
এর আগে জুন মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গাজায় হামাসবিরোধী কিছু গোত্রকে সক্রিয়ভাবে কাজে লাগানো হচ্ছে। গাজার কিছু গোত্র স্থানীয়ভাবে প্রভাবশালী এবং অতীতে হামাসের সঙ্গে তাদের উত্তেজনা বা সংঘর্ষ নজির রয়েছে।
স্থানীয় ও ত্রাণকর্মীরা অভিযোগ করেছেন—গাজায় কিছু গোত্র মানবিক সহায়তা বহনকারী ট্রাক থেকে ত্রাণ লুট করেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। তবে কয়েকটি গোত্র ইসরায়েলের সঙ্গে সহযোগিতা অস্বীকার করে লুটপাটের নিন্দা জানিয়ে প্রকাশ্য বিবৃতি দিয়েছে।
আবু শাবাব গোষ্ঠী এক অনলাইন বিবৃতিতে দাবি করেছে, তারা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে ইসরায়েল-সমর্থিত নতুন খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে সাহায্যের চালান নিরাপদে পৌঁছাতে সহায়তা করছে। তবে, অনেক ফিলিস্তিনি বলছেন, এই গোষ্ঠীও ত্রাণ সহায়তা বহনকারী কিছু বহরে হামলা ও লুটপাটে জড়িত রয়েছে।
আফগানিস্তানে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বুধবার রাতে (৮ অক্টোবর) তালেবান সূত্রের বরাতে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তালেবান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওই সূত্রটি জানিয়েছে—ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মের কিছু
১৪ মিনিট আগেঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায়। সেখানেই প্রথম রহস্যজনকভাবে কয়েকটি শিশুর মৃত্যু হয়। পরে জানা যায়, তারা সবাই ‘কোল্ডরিফ’ নামের একটি কাশির সিরাপ খেয়েছিল। এই ওষুধ তৈরি করেছিল তামিলনাড়ুভিত্তিক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই সিরাপ খেয়ে সেপ্টেম্বরের শুরু থেকে ২৯ তারিখের মধ্যে ১০টি শিশুর..
১ ঘণ্টা আগেচীনের নতুন ইলেকট্রনিক-ওয়ারফেয়ার সংস্করণ জে-১৬ ডি। শত্রুর রাডার ও যোগাযোগ সিগন্যাল শনাক্ত করতে সক্ষম বহুমুখী এই যুদ্ধবিমান নজরদারি, আক্রমণ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে পারে বলে জানিয়েছেন বিমানটির ডিজাইনাররা।
১ ঘণ্টা আগেগুজরাট থেকে সর্বভারতীয় রাজনীতিতে বরাবরই পরস্পরের বিশ্বস্ত সঙ্গী মোদি ও অমিত শাহ। অনেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডান হাত বলেও দাবি করেন। কিন্তু সেই অমিত শাহ সম্পর্কে এবার মোদিকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২ ঘণ্টা আগে