নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘দল ক্ষমতায় নেই, উপজেলায় এখন কী কাজ’—এ কথা বলেই রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মালেকের ছেলে কামরুল হাসানকে মারধর করা হয়েছে। পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, তাঁর ছেলে হারুন-অর-রশিদসহ কিছু লোক তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
কামরুল হাসান ঠিকাদারি করেন। বকেয়া একটি বিল নিতে আজ বুধবার দুপুরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলেন। তখনই তিনি মারধরের শিকার হন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়েছে। পরে এলাকার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁকে নিজের মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ওই চেয়ারম্যানই কামরুলকে তাঁর বাড়ি পৌঁছে দেন।
কামরুল হাসানের বাবা সাবেক পৌর মেয়র আবদুল মালেক বলেন, ‘একটি বিল নেওয়ার জন্য আমার ছেলে এলজিইডি অফিসে গিয়েছিল। সেখানে তাকে সাবেক মেয়র আবদুর রাজ্জাকের ছেলে হারুনসহ কয়েকজন ধরে মারধর করে। তাদের কথা, দল ক্ষমতায় নেই, এখন আমার ছেলের সেখানে কী কাজ। এখন সব কাজ তারা করবে। মারের চোটে আমার ছেলে ইঞ্জিনিয়ারের রুমে গিয়ে আশ্রয় নেয়। পরে রাজ্জাক নিজেই এসে আমার ছেলেকে বের করে আরেক দফা মারধর করে।’ তিনি বলেন, ‘ছেলের সঙ্গে নিয়ে যাওয়া মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে। ওই সময় সেখান দিয়ে একজন ইউপি চেয়ারম্যান যাচ্ছিলেন। তিনি আমার ছেলেকে দ্রুত তাঁর মোটরসাইকেলে তুলে নিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে গেছেন। তা না হলে ছেলেকে তারা মেরেই ফেলত। এখন আমাদের কথা শোনার কেউ নাই। থানাতেও কোনো অভিযোগ আমরা করব না।’
জানতে চাইলে সাবেক মেয়র ও বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলেসহ কিছু ছেলে সেখানে ছিল। কথা- কাটাকাটি হচ্ছিল। আমি ছিলাম এসি ল্যান্ডের রুমে। এসি ল্যান্ড আমাকে বললেন যে, আমি যেন সবাইকে শান্ত করে পাঠিয়ে দিই। আমি সেটাই করেছি। মারধরের ঘটনা ঘটেনি। মোটরসাইকেল ফেলে যাওয়ার সময় সেটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মারধরের ঘটনা ঘটেছে। তবে সিরিয়াস কিছু নয়। পুলিশ যাওয়ার আগেই সবাই চলে গেছে। এটা নিয়ে কেউ অভিযোগ করেনি।
আরও খবর পড়ুন:
‘দল ক্ষমতায় নেই, উপজেলায় এখন কী কাজ’—এ কথা বলেই রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মালেকের ছেলে কামরুল হাসানকে মারধর করা হয়েছে। পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, তাঁর ছেলে হারুন-অর-রশিদসহ কিছু লোক তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
কামরুল হাসান ঠিকাদারি করেন। বকেয়া একটি বিল নিতে আজ বুধবার দুপুরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলেন। তখনই তিনি মারধরের শিকার হন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়েছে। পরে এলাকার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁকে নিজের মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ওই চেয়ারম্যানই কামরুলকে তাঁর বাড়ি পৌঁছে দেন।
কামরুল হাসানের বাবা সাবেক পৌর মেয়র আবদুল মালেক বলেন, ‘একটি বিল নেওয়ার জন্য আমার ছেলে এলজিইডি অফিসে গিয়েছিল। সেখানে তাকে সাবেক মেয়র আবদুর রাজ্জাকের ছেলে হারুনসহ কয়েকজন ধরে মারধর করে। তাদের কথা, দল ক্ষমতায় নেই, এখন আমার ছেলের সেখানে কী কাজ। এখন সব কাজ তারা করবে। মারের চোটে আমার ছেলে ইঞ্জিনিয়ারের রুমে গিয়ে আশ্রয় নেয়। পরে রাজ্জাক নিজেই এসে আমার ছেলেকে বের করে আরেক দফা মারধর করে।’ তিনি বলেন, ‘ছেলের সঙ্গে নিয়ে যাওয়া মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে। ওই সময় সেখান দিয়ে একজন ইউপি চেয়ারম্যান যাচ্ছিলেন। তিনি আমার ছেলেকে দ্রুত তাঁর মোটরসাইকেলে তুলে নিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে গেছেন। তা না হলে ছেলেকে তারা মেরেই ফেলত। এখন আমাদের কথা শোনার কেউ নাই। থানাতেও কোনো অভিযোগ আমরা করব না।’
জানতে চাইলে সাবেক মেয়র ও বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলেসহ কিছু ছেলে সেখানে ছিল। কথা- কাটাকাটি হচ্ছিল। আমি ছিলাম এসি ল্যান্ডের রুমে। এসি ল্যান্ড আমাকে বললেন যে, আমি যেন সবাইকে শান্ত করে পাঠিয়ে দিই। আমি সেটাই করেছি। মারধরের ঘটনা ঘটেনি। মোটরসাইকেল ফেলে যাওয়ার সময় সেটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মারধরের ঘটনা ঘটেছে। তবে সিরিয়াস কিছু নয়। পুলিশ যাওয়ার আগেই সবাই চলে গেছে। এটা নিয়ে কেউ অভিযোগ করেনি।
আরও খবর পড়ুন:
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খানের পরিদর্শনের ঠিক আগে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে এই যানজট সৃষ্টি হয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে শুরু করে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত মহাসড়কের দীর্ঘ অংশে যানবাহন আটকে রয়েছ
১ ঘণ্টা আগেটাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুকুরে ডুবে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মৃত ভাই-বোন উপজেলার নড়াগাতী থানার শিবানন্দপুর
১ ঘণ্টা আগেসভায় আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান সকল শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে ১ ডোজ টাইফয়েড-এর টিকা গ্রহণ করতে পারবে। এছাড়া পূর্বে টাইফয়েড টিকা গ্রহণ করে থাকলেও
২ ঘণ্টা আগে