Ajker Patrika

হামাসের হাতে জিম্মি আরও ১১ জন মুক্ত, ইসরায়েল ছাড়ল ৩৩ বন্দীকে 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২: ৪৩
হামাসের হাতে জিম্মি আরও ১১ জন মুক্ত, ইসরায়েল ছাড়ল ৩৩ বন্দীকে 

যুদ্ধবিরতির চতুর্থ দিনে গতকাল সোমবার আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে তিন বছর বয়সী দুই যমজ বোন আছে। এদিকে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দী। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার পর্যন্ত চার দিনে মোট ৬৯ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল মোট ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। 

কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে দুই দিন বাড়ানো হয়। হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিশ্চত করা হলেও ইসরায়েল এ বিষয়ে কিছু বলেনি। 

বিবিসি বলছে, সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি ইসরায়েল। গত সোমবার সন্ধ্যায় আরও ৩০ ফিলিস্তিনি শিশু ও তিন নারীর বন্দী থাকার কথা হামাস ও কাতারের পক্ষ থেকে ইসরায়েলকে জানানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দীদের নিয়ে একটি বাস গতকাল সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিভিন্ন ছবিতে দেখা যায়, ফিলিস্তিনি শহরের লোকজন বন্দীদের অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে। এর মধ্যে কেউ কেউ হামাসের পতাকা বহন করছে এবং তাদের মুখ ছিল মুখোশে ঢাকা। 

একটি ছবিতে পূর্ব জেরুজালেমে বাড়িতে মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মোহাম্মদ আবু আল-হুমুস নামের এক ছেলের আবেগঘন সাক্ষাতের চিত্র উঠে এসেছে। হুমুসকে কোন কারাগারে বা কত দিন ধরে আটকে রাখা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তা সংস্থাগুলো খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস গাজায় পাঠাতে পেরেছে।

যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ানোর ফলে আরও ২০ ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। 

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে স্পষ্ট মন্তব্য না করলেও গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হলে তারাও আরও ৫০ জন ফিলিস্তিনি নারী বন্দীকে মুক্তি দিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত