যুদ্ধবিরতির চতুর্থ দিনে গতকাল সোমবার আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে তিন বছর বয়সী দুই যমজ বোন আছে। এদিকে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দী।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার পর্যন্ত চার দিনে মোট ৬৯ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল মোট ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে দুই দিন বাড়ানো হয়। হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিশ্চত করা হলেও ইসরায়েল এ বিষয়ে কিছু বলেনি।
বিবিসি বলছে, সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি ইসরায়েল। গত সোমবার সন্ধ্যায় আরও ৩০ ফিলিস্তিনি শিশু ও তিন নারীর বন্দী থাকার কথা হামাস ও কাতারের পক্ষ থেকে ইসরায়েলকে জানানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দীদের নিয়ে একটি বাস গতকাল সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিভিন্ন ছবিতে দেখা যায়, ফিলিস্তিনি শহরের লোকজন বন্দীদের অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে। এর মধ্যে কেউ কেউ হামাসের পতাকা বহন করছে এবং তাদের মুখ ছিল মুখোশে ঢাকা।
একটি ছবিতে পূর্ব জেরুজালেমে বাড়িতে মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মোহাম্মদ আবু আল-হুমুস নামের এক ছেলের আবেগঘন সাক্ষাতের চিত্র উঠে এসেছে। হুমুসকে কোন কারাগারে বা কত দিন ধরে আটকে রাখা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তা সংস্থাগুলো খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস গাজায় পাঠাতে পেরেছে।
যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ানোর ফলে আরও ২০ ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে স্পষ্ট মন্তব্য না করলেও গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হলে তারাও আরও ৫০ জন ফিলিস্তিনি নারী বন্দীকে মুক্তি দিতে পারেন।
যুদ্ধবিরতির চতুর্থ দিনে গতকাল সোমবার আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে তিন বছর বয়সী দুই যমজ বোন আছে। এদিকে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেয়েছেন আরও ৩৩ ফিলিস্তিনি বন্দী।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার পর্যন্ত চার দিনে মোট ৬৯ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল মোট ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে দুই দিন বাড়ানো হয়। হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিশ্চত করা হলেও ইসরায়েল এ বিষয়ে কিছু বলেনি।
বিবিসি বলছে, সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করেনি ইসরায়েল। গত সোমবার সন্ধ্যায় আরও ৩০ ফিলিস্তিনি শিশু ও তিন নারীর বন্দী থাকার কথা হামাস ও কাতারের পক্ষ থেকে ইসরায়েলকে জানানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দীদের নিয়ে একটি বাস গতকাল সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিভিন্ন ছবিতে দেখা যায়, ফিলিস্তিনি শহরের লোকজন বন্দীদের অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে। এর মধ্যে কেউ কেউ হামাসের পতাকা বহন করছে এবং তাদের মুখ ছিল মুখোশে ঢাকা।
একটি ছবিতে পূর্ব জেরুজালেমে বাড়িতে মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মোহাম্মদ আবু আল-হুমুস নামের এক ছেলের আবেগঘন সাক্ষাতের চিত্র উঠে এসেছে। হুমুসকে কোন কারাগারে বা কত দিন ধরে আটকে রাখা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তা সংস্থাগুলো খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস গাজায় পাঠাতে পেরেছে।
যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ানোর ফলে আরও ২০ ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে স্পষ্ট মন্তব্য না করলেও গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হলে তারাও আরও ৫০ জন ফিলিস্তিনি নারী বন্দীকে মুক্তি দিতে পারেন।
ভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
২ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
৪ ঘণ্টা আগে