ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কামানের গোলায় নিহত হয়েছেন খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় দাঁড়ানো তিন ফিলিস্তিনি। স্থানীয় চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আজ বুধবার গাজার উপকূলীয় আল-রশিদ স্ট্রিটে ঘটেছে এই ঘটনা। নিহত তিনজনের পরিচয় জানান হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে যে, গাজার উত্তরাঞ্চলের ফিলিস্তিনিরা উপকূলীয় আল-রশিদ স্ট্রিটে জড়ো হচ্ছে খাবারের আশায়। সেখানকার অনেক বাসিন্দাই অনাহারে দিন কাটাচ্ছে। ময়লা আবর্জনার মাঝে শিশুদের খাবার খুঁজতেও দেখা গেছে। খাদ্য সহায়তার জন্য তারা মরিয়া হয়ে অপেক্ষা করছে।
ওয়াফা নিউজ এজেন্সি আরও জানিয়েছে যে, গাজা শহরের দক্ষিণাংশে শেখ ইজলিন পাড়ায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আরও তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলাগুলি গাজার আশপাশের অন্যান্য এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। যার ফলে আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
ওয়াফা নিউজ বলেছে, আইডিএফের লক্ষ্যবস্তুর মাঝে গাজার আশপাশের যেসব অঞ্চল রয়েছে সেসব হলো— তাল আল হাওয়া, জেইতুন এবং সাবরা।
এদিকে, গাজার উত্তরে যে কয়টা হাসপাতালে আংশিকভাবে চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছিল সেসবের অন্যতম হচ্ছে আল-আওদা হাসপাতাল। এর ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালহা জানিয়েছেন, হাসপাতালটির দুটি অপারেটিং রুম আইডিএফের হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় সকল অস্ত্রোপচার বাতিল করা হয়েছে।
আল জাজিরাকে মোহাম্মদ সালহা বলেন, এর মানে হল প্রসূতি এবং স্ত্রীরোগ সংক্রান্ত সমস্ত চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় যুদ্ধ পরিচালনার সময় ইচ্ছাকৃতভাবে গাজাবাসীকে ক্ষুধার্ত রাখার কৌশল নিয়েছে। দেশটি এই বিষয়কে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ২০১৮ সালে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা করেছিল।
এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘ফেব্রুয়ারির শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে, গাজার জনসংখ্যার এক-চতুর্থাংশ, ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে।’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কামানের গোলায় নিহত হয়েছেন খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় দাঁড়ানো তিন ফিলিস্তিনি। স্থানীয় চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আজ বুধবার গাজার উপকূলীয় আল-রশিদ স্ট্রিটে ঘটেছে এই ঘটনা। নিহত তিনজনের পরিচয় জানান হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে যে, গাজার উত্তরাঞ্চলের ফিলিস্তিনিরা উপকূলীয় আল-রশিদ স্ট্রিটে জড়ো হচ্ছে খাবারের আশায়। সেখানকার অনেক বাসিন্দাই অনাহারে দিন কাটাচ্ছে। ময়লা আবর্জনার মাঝে শিশুদের খাবার খুঁজতেও দেখা গেছে। খাদ্য সহায়তার জন্য তারা মরিয়া হয়ে অপেক্ষা করছে।
ওয়াফা নিউজ এজেন্সি আরও জানিয়েছে যে, গাজা শহরের দক্ষিণাংশে শেখ ইজলিন পাড়ায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আরও তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলাগুলি গাজার আশপাশের অন্যান্য এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। যার ফলে আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
ওয়াফা নিউজ বলেছে, আইডিএফের লক্ষ্যবস্তুর মাঝে গাজার আশপাশের যেসব অঞ্চল রয়েছে সেসব হলো— তাল আল হাওয়া, জেইতুন এবং সাবরা।
এদিকে, গাজার উত্তরে যে কয়টা হাসপাতালে আংশিকভাবে চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছিল সেসবের অন্যতম হচ্ছে আল-আওদা হাসপাতাল। এর ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালহা জানিয়েছেন, হাসপাতালটির দুটি অপারেটিং রুম আইডিএফের হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় সকল অস্ত্রোপচার বাতিল করা হয়েছে।
আল জাজিরাকে মোহাম্মদ সালহা বলেন, এর মানে হল প্রসূতি এবং স্ত্রীরোগ সংক্রান্ত সমস্ত চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় যুদ্ধ পরিচালনার সময় ইচ্ছাকৃতভাবে গাজাবাসীকে ক্ষুধার্ত রাখার কৌশল নিয়েছে। দেশটি এই বিষয়কে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ২০১৮ সালে এ ধরনের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে ঘোষণা করেছিল।
এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘ফেব্রুয়ারির শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে, গাজার জনসংখ্যার এক-চতুর্থাংশ, ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৩ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৫ ঘণ্টা আগে