Ajker Patrika

ফিলিস্তিনে পৌঁছাল গাজার শিশুদের জন্য পোপের ‘অন্তিম উপহার’

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৫, ১৪: ৫৭
ফিলিস্তিনে গাজার শিশুদের জন্য ব্যবহৃত হবে পোপমোবাইল। ছবি: কারিতাস ফিলিস্তিন
ফিলিস্তিনে গাজার শিশুদের জন্য ব্যবহৃত হবে পোপমোবাইল। ছবি: কারিতাস ফিলিস্তিন

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য একটি উপহার রেখে গেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। সেই উপহার এরই মধ্যে ফিলিস্তিনে পৌঁছে গেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, যেমনটি আমরা জানিয়েছিলাম, প্রয়াত পোপ ফ্রান্সিস তাঁর একটি পোপমোবাইলকে (গাড়ি) গাজার শিশুদের জন্য স্বাস্থ্য ক্লিনিকে রূপান্তরিত করার অনুরোধ করেছিলেন।

ফিলিস্তিন রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোপ ফ্রান্সিস ছিলেন ‘শান্তি ও ন্যায়ের একজন সত্যিকারের বার্তাবাহক’।

মন্ত্রণালয় এক্স-এ একটি পোস্টে বলেছে, ‘ফিলিস্তিন তার জনগণের অধিকারের জন্য লড়াই করা একজন বিশ্বস্ত বন্ধু এবং অবিচল সমর্থককে হারিয়েছে।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘বিশ্ব যখন গাজার শিশুদের রক্ষা করতে ব্যর্থ, তখন তিনি (পোপ) আমাদের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা, বাস্তুচ্যুতি, উচ্ছেদ এবং দখলের অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।’

উল্লেখ্য, পোপমোবাইল হলো পোপের জনসমক্ষে উপস্থিতির জন্য বিশেষভাবে নকশা করা একটি মোটরযান। এটি সেডিয়া জেস্টাটোরিয়া-এর উত্তরসূরি। বিপুল সংখ্যক জনতার সঙ্গে সাক্ষাতের সময় পোপকে আরও দৃশ্যমান করার জন্য এটি তৈরি করা হয়েছে।

সেডিয়া জেস্টাটোরিয়া বা বহনযোগ্য সিংহাসন হলো একটি আনুষ্ঠানিক সিংহাসন, যেটিতে পোপদের কাঁধে করে বহন করা হতো। ১৯৭৮ সাল পর্যন্ত এটি ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে বাইরে এটির ব্যবহার কমানো হয়। এর বদলে পোপমোবাইল ব্যবহার শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত