Ajker Patrika

খামেনির আত্মসমর্পণ প্রত্যাখ্যান, ট্রাম্প বললেন—ভুল করেছে, শুভকামনা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ জুন ২০২৫, ০০: ১১
আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ না করার ঘোষণার জবাবে ট্রাম্প বলেছেন, ‘তারা একটি বড় ভুল করেছে।’

আজ বুধবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তারা ৬০ দিন সময় পেয়েছিল...তারা ভুল করেছে। খামেনির হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় ট্রাম্প ব্যঙ্গাত্মকভাবে আরও বলেন, ‘শুভকামনা।’ খামেনি এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘সামরিক হস্তক্ষেপ করলে আমেরিকার অপূরণীয় ক্ষতি হবে।’

ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে যুক্ত করবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প মুচকি হেসে বলেন, ‘আমি হয়তো করব, হয়তো করব না। কেউ জানে না আমি কী করব।’ তিনি আরও বলেন, ‘আপনারা কি সত্যিই ভাবছেন আমি এই প্রশ্নের জবাব দেব?’

তবে ট্রাম্প নিশ্চিত করেন, ইরান এখন আলোচনায় বসতে আগ্রহী। তিনি বলেন, ‘ইরান এখন অনেক সমস্যায় আছে এবং তারা এখন আলোচনায় বসতে চায়।’ আমি বলেছি, ‘তুমি দুই সপ্তাহ আগে কথা বললে না কেন? তাহলে হয়তো দেশটা আজ টিকে থাকত।’

গত কিছুদিনে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় টানা হামলার পর ইরানও পাল্টা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক ভয়াবহ মোড় নিয়েছে। ছয় দিনের এই সংঘাতে ইতিমধ্যে শত শত মানুষ নিহত হয়েছে এবং ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অবস্থায় যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। যদিও ট্রাম্প শুরুতে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার চেষ্টা করেন। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্য ও পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটন হয়তো আরও গভীরভাবে এই সংঘাতে জড়িয়ে পড়তে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত