আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলিদের আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় দুপুর ২টায় এ হামলা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সোলাইমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিবিসির তথ্যমতে, বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি বিক্ষোভকারীদের দিকে ঘরে তৈরি মলোটভ ককটেল–সদৃশ বস্তু ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় কয়েকজন দগ্ধ হন। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সামনে ঘাসে আগুন জ্বলছে। এ সময় ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়—‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’। তিনি নিজেও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন জানান, খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁকে আটক করা হয়েছে। পরে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ছয়জনের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে বলে জানিয়েছে এফবিআই। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা বোল্ডারে সংগঠিত একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছি।’ সংস্থাটির কর্মকর্তা মার্ক মিশালেক জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত সহিংসতা। এফবিআই এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই তদন্ত করছে।
তদন্তকারীরা এখন হামলাকারীর অতীত ইতিহাস বিশ্লেষণ করছেন। হামলার উদ্দেশ্য নিয়ে স্থানীয় পুলিশ এখনো প্রকাশ্যে কিছু বলেনি। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ঘিরে ঘনীভূত উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলিদের আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় দুপুর ২টায় এ হামলা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ সোলাইমান নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
বিবিসির তথ্যমতে, বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি বিক্ষোভকারীদের দিকে ঘরে তৈরি মলোটভ ককটেল–সদৃশ বস্তু ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় কয়েকজন দগ্ধ হন। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর সামনে ঘাসে আগুন জ্বলছে। এ সময় ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়—‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’। তিনি নিজেও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন জানান, খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁকে আটক করা হয়েছে। পরে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ছয়জনের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে বলে জানিয়েছে এফবিআই। এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা বোল্ডারে সংগঠিত একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করছি।’ সংস্থাটির কর্মকর্তা মার্ক মিশালেক জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি পরিকল্পিত সহিংসতা। এফবিআই এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই তদন্ত করছে।
তদন্তকারীরা এখন হামলাকারীর অতীত ইতিহাস বিশ্লেষণ করছেন। হামলার উদ্দেশ্য নিয়ে স্থানীয় পুলিশ এখনো প্রকাশ্যে কিছু বলেনি। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ঘিরে ঘনীভূত উত্তেজনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় পুরোদমে দুর্ভিক্ষ শুরু হয়েছে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস একে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ ও ‘মানবতার ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের সহায়তায় কাজ করা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, বর্তমানে গাজায় ৫ ল
৬ ঘণ্টা আগেভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক আরোপকে কঠোরভাবে সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকবে। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং আরও শুল্ক
৭ ঘণ্টা আগেগাজায় আহত প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া। প্রস্তাব অনুযায়ী তাদের অস্থায়ীভাবে নিয়ে যাওয়া হতে পারে জনশূন্য গালাং দ্বীপে। সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত এ দ্বীপ অতীতে শরণার্থীশিবির এবং সাম্প্রতিক সময়ে মহামারি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকার প্রায় ১০ লাখ নেড়ি কুকুর বা পথ-কুকুরকে আশ্রয়কেন্দ্রে পাঠানোর পূর্বের আদেশ স্থগিত করেছেন। প্রাণী অধিকারকর্মীদের তীব্র প্রতিবাদের পর আদালত জানিয়েছেন, যে কুকুরগুলোকে নির্বীজকরণ ও টিকা দেওয়া হবে, তারা আগের স্থানে ফেরত যেতে পারবে।
৯ ঘণ্টা আগে