Ajker Patrika

পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন: ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন: ইরান

ইরানের বর্তমান পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দেওয়া প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে তেহরান। আজ বৃহস্পতিবার ইরানের পরমাণু শক্তি সংস্থা এ সম্পর্কিত এক বিবৃতিতে এ দাবি করে।

বিবৃতিতে দেশটি জানায়, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনটিতে তাদের পারমাণবিক কর্মসূচিকে ‘শান্তিপূর্ণ’ হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ ছয় দেশের সঙ্গে ২০১৫ সালে ইরানের পরমাণু চুক্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বাতিল হয়। ওই চুক্তি পুনর্বহালের একটি চেষ্টা এখন করা হচ্ছে। কিন্তু এর মধ্যেই গতকাল বুধবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন ছয় জাতি পরমাণু চুক্তি পুনর্বহালের বিদ্যমান চেষ্টাকে জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত মাসে সব পক্ষই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আশা প্রকাশ করছিল। যদিও ইরান বলছিল যে, চুক্তির অংশ হিসেবে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে তদন্ত অনেক আগেই বন্ধ করে দিয়েছে আইএইএ। আর কূটনীতিকেরা বলছেন, সে চুক্তির নবায়নের সম্ভাবনা ক্ষীণ। তারপরও আশা ছিল। কিন্তু এর মধ্যেই আইএইএর প্রতিবেদন নতুন জটিলতার সৃষ্টি করল।

সংস্থাটির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, ‘অতীতের ভিত্তিহীন ইস্যুকে সামনে রেখেই রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রতিক এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে ইরান আগামী ১২-১৪ সেপ্টেম্বর ভিয়েনায় অনুষ্ঠেয় আইএইএর পরবর্তী গভর্নর পরিষদের সভায় আইনি পদক্ষেপ নেবে।’

প্রসঙ্গত, প্রতিবেদনে আইএইএ বলেছে, ‘ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে নিশ্চয়তা দেওয়ার মতো অবস্থানে তারা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত