আজকের পত্রিকা ডেস্ক

সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল শুক্রবার এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার ‘অপরিহার্য ও আদি’ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে ‘জাতীয় ভাষা’ হিসেবে মর্যাদা দেওয়া হলো এবং এখন থেকে সিরিয়ার স্কুলগুলোতে এই ভাষা পড়ানো যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অধ্যাদেশের মাধ্যমে ১৯৬২ সালে হাসাকা প্রদেশে বিতর্কিত এক আদমশুমারির মাধ্যমে কয়েক লাখ কুর্দির নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে কালো আইন ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে সিরিয়ায় বসবাসরত সব রাষ্ট্রহীন কুর্দি এখন থেকে সিরিয়ার পূর্ণ নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরে পাবেন।
এই অধ্যাদেশের প্রধান দিকগুলো হলো—কুর্দি ভাষা এখন থেকে সিরিয়ার সরকারি জাতীয় ভাষা। কুর্দি অধ্যুষিত এলাকার সরকারি ও বেসরকারি স্কুলে এই ভাষা বাধ্যতামূলক বা ঐচ্ছিক পাঠ্য হিসেবে রাখা হবে। কুর্দিদের বসন্ত উৎসব ও নববর্ষের (নওরোজ—২১ মার্চ) দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান ও মিডিয়ায় জাতিগত বা ভাষাগত বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। জাতিগত বিভেদ ছড়ালে দণ্ডবিধির আওতায় কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে।
আহমেদ আল-শারার এ ঘোষণাটি এমন একসময়ে এল, যখন উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে কুর্দি যোদ্ধা এবং সিরীয় সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত সপ্তাহের লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিরীয় সেনাবাহিনী আলেপ্পোর নিকটবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দেইর হাফেরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এই এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। এসডিএফ কমান্ডার মাজলুম আব্দি জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে এবং ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে তাঁরা ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে পুনর্নিবন্ধিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি প্রশাসন এই অধ্যাদেশকে স্বাগত জানালেও একে ‘অসম্পূর্ণ’ বলে অভিহিত করেছে। তারা এক বিবৃতিতে জানায়, এটি একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র, এর মাধ্যমে সিরিয়ার মানুষের সব আশা পূরণ হয় না। অস্থায়ী অধ্যাদেশের বদলে স্থায়ী সংবিধানের মাধ্যমে এই অধিকারগুলো সুরক্ষিত করা প্রয়োজন।
সিরিয়ার মোট দুই কোটি জনসংখ্যার মধ্যে কুর্দিরা সবচেয়ে বড় জাতিগত সংখ্যালঘু। মোট কুর্দি জনসংখ্যা আনুমানিক ২০ থেকে ২৫ লাখ (মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ)। এদের মধ্যে ১২ লাখের বেশি কুর্দি উত্তর-পূর্ব সিরিয়ার এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করে। বাকিরা দামেস্ক ও আলেপ্পোর বিভিন্ন শহরতলিতে ছড়িয়ে আছে।
এদিকে আহমেদ আল-শারার এমন পদক্ষেপে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্কের সরকার। তারা মনে করছে, এই স্বীকৃতির ফলে সিরিয়ার কুর্দিরা আরও স্বায়ত্তশাসন দাবি করবে, যা তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে প্রেসিডেন্ট আল-শারা তাঁর বক্তব্যে কুর্দিদের ‘সালাহউদ্দিনের বংশধর’ হিসেবে অভিহিত করে ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছেন।

সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল শুক্রবার এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার ‘অপরিহার্য ও আদি’ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকে ‘জাতীয় ভাষা’ হিসেবে মর্যাদা দেওয়া হলো এবং এখন থেকে সিরিয়ার স্কুলগুলোতে এই ভাষা পড়ানো যাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অধ্যাদেশের মাধ্যমে ১৯৬২ সালে হাসাকা প্রদেশে বিতর্কিত এক আদমশুমারির মাধ্যমে কয়েক লাখ কুর্দির নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে কালো আইন ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে সিরিয়ায় বসবাসরত সব রাষ্ট্রহীন কুর্দি এখন থেকে সিরিয়ার পূর্ণ নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরে পাবেন।
এই অধ্যাদেশের প্রধান দিকগুলো হলো—কুর্দি ভাষা এখন থেকে সিরিয়ার সরকারি জাতীয় ভাষা। কুর্দি অধ্যুষিত এলাকার সরকারি ও বেসরকারি স্কুলে এই ভাষা বাধ্যতামূলক বা ঐচ্ছিক পাঠ্য হিসেবে রাখা হবে। কুর্দিদের বসন্ত উৎসব ও নববর্ষের (নওরোজ—২১ মার্চ) দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান ও মিডিয়ায় জাতিগত বা ভাষাগত বৈষম্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। জাতিগত বিভেদ ছড়ালে দণ্ডবিধির আওতায় কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে।
আহমেদ আল-শারার এ ঘোষণাটি এমন একসময়ে এল, যখন উত্তর সিরিয়ার আলেপ্পো শহরে কুর্দি যোদ্ধা এবং সিরীয় সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত সপ্তাহের লড়াইয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে সিরীয় সেনাবাহিনী আলেপ্পোর নিকটবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দেইর হাফেরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এই এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। এসডিএফ কমান্ডার মাজলুম আব্দি জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে এবং ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে তাঁরা ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে পুনর্নিবন্ধিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি প্রশাসন এই অধ্যাদেশকে স্বাগত জানালেও একে ‘অসম্পূর্ণ’ বলে অভিহিত করেছে। তারা এক বিবৃতিতে জানায়, এটি একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র, এর মাধ্যমে সিরিয়ার মানুষের সব আশা পূরণ হয় না। অস্থায়ী অধ্যাদেশের বদলে স্থায়ী সংবিধানের মাধ্যমে এই অধিকারগুলো সুরক্ষিত করা প্রয়োজন।
সিরিয়ার মোট দুই কোটি জনসংখ্যার মধ্যে কুর্দিরা সবচেয়ে বড় জাতিগত সংখ্যালঘু। মোট কুর্দি জনসংখ্যা আনুমানিক ২০ থেকে ২৫ লাখ (মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ)। এদের মধ্যে ১২ লাখের বেশি কুর্দি উত্তর-পূর্ব সিরিয়ার এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করে। বাকিরা দামেস্ক ও আলেপ্পোর বিভিন্ন শহরতলিতে ছড়িয়ে আছে।
এদিকে আহমেদ আল-শারার এমন পদক্ষেপে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্কের সরকার। তারা মনে করছে, এই স্বীকৃতির ফলে সিরিয়ার কুর্দিরা আরও স্বায়ত্তশাসন দাবি করবে, যা তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে প্রেসিডেন্ট আল-শারা তাঁর বক্তব্যে কুর্দিদের ‘সালাহউদ্দিনের বংশধর’ হিসেবে অভিহিত করে ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। আজ শনিবার ভোরে পাঞ্জাবের সারগোধা জেলায় একটি ট্রাক খালে পড়ে গেলে ১৪ জন মারা যান। অন্যদিকে বেলুচিস্তানের ওরমারা মহকুমার কাছে একটি যাত্রীবাহী কোচ উল্টে ১০ জন নিহত হন।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার মালদহের জনসভা থেকে তৃণমূল সরকারকে ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করে তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য কেন্দ্রের পাঠানো টাকা লুট করছেন তৃণমূল নেতারা। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন, ‘এখন সময় এসেছে...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকারের পর গতকাল শুক্রবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের একটি দল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ দলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের আইনপ্রণেতারাই ছিলেন।
৩ ঘণ্টা আগে
ধর্ষণ নিয়ে ভারতের মধ্যপ্রদেশের ভাণ্ডের এলাকার কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়ার সাম্প্রতিক বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সংগঠন তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।
৩ ঘণ্টা আগে