Ajker Patrika

সেনা প্রত্যাহার করছে ইসরায়েল, নতুন বছরজুড়ে অভিযানের পরিকল্পনা

সেনা প্রত্যাহার করছে ইসরায়েল, নতুন বছরজুড়ে অভিযানের পরিকল্পনা

গাজায় ২০২৪ সালজুড়ে অভিযান চালিয়ে যেতে চায় ইসরায়েল। নতুন বছরের বার্তায় এমনটাই বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর বিবিসির। 

তিনি বলেছেন, ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ প্রস্তুতি হিসেবে সেনা মোতায়েনে সামঞ্জস্য করা হচ্ছে। 

ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘বেশ কিছু সৈন্য বিশেষ করে পুনরায় সংগঠিত হওয়ার জন্য রিজার্ভ সৈন্যদের প্রত্যাহার করা হবে। ২০২৪ সালে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং প্রস্তুতি নিশ্চিত করার উদ্দেশ্যে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এটি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে যে, বছরজুড়ে অভিযান ও লড়াই চলবে। অনেক রিজার্ভ সৈন্যকেই এ সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হবে যেন তারা আগামী অভিযানের জন্য শক্তি সঞ্চয় করতে পারে। 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ১১ সপ্তাহের ইসরায়েলি হামলায় ২১ হাজার ৮০০–এরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। 

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা থেকে এ লড়াইয়ের সূত্রপাত। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৪০ জনকে জিম্মি করা হয়। তখন থেকেই গাজায় বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 

গতকাল রোববার গাজায় ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৪৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। পশ্চিম গাজায় আল–আকসা বিশ্ববিদ্যালয়ে আরেক হামলায় ২০ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। 

এদিকে গতকাল গাজা থেকে পাঁচ ব্রিগেড সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল বাহিনী। 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ৪৬০ সাঁজোয়া ব্রিগেড, ২৬১ তম ব্রিগেড, ৮২৮ তম ব্রিগেড, ১৪ তম রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড এবং ৫৫ তম রিজার্ভ প্যারাট্রুপারস ব্রিগেডকে গাজা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে, গত ২১ ডিসেম্বর সরিয়ে নেওয়া হয় গোলানি ব্রিগেডকে। 

নিয়মিত বাহিনীর সেনাদের আরও প্রশিক্ষণের জন্য ডেকে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নিয়মিত ব্রিগেডের সদস্যরা আবারও গাজায় ফিরবে। তবে রিজার্ভ সেনাদের আর সক্রিয় অভিযানে নামানো হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে যাতে তারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত