Ajker Patrika

বিশ্ববাণিজ্যের স্বার্থে কর্মদিবস কমিয়েছে সংযুক্ত আরব আমিরাত

বিশ্ববাণিজ্যের স্বার্থে কর্মদিবস কমিয়েছে সংযুক্ত আরব আমিরাত

বিশ্ববাজারে অর্থনৈতিক প্রতিযোগিতায় উন্নতির লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এ সিদ্ধান্ত অনুসারে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি চলে যাচ্ছে শনি-রোববারে। একই সঙ্গে শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে অফিস ছুটি দেওয়া হবে দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যেই। 

আজ মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২২ সালের ১ জানুয়ারি 'জাতীয় কর্ম সপ্তাহ' থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই হিসেবে দেশটিতে সরকারি-খাতের ছুটি শুক্রবার দুপুরে শুরু হয়ে রোববার শেষ হবে। সাড়ে চার দিনের এই কর্মদিবসকে বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ততম বলে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম। 

এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি না থাকা একমাত্র উপসাগরীয় দেশ হয়ে উঠল সংযুক্ত আরব আমিরাত। তবে উন্নত অ-আরব দেশগুলোর সঙ্গে কার্যদিবসে মিল থাকায় বিশ্ববাজারের সঙ্গে বাণিজ্যিক লেনদেন সহজ হবে। আরব আমিরাতকে বিশ্ব বাজারের সঙ্গে আরও ভালোভাবে সারিবদ্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু বছরের আলোচনার পরে এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

২০০৬ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতি-শুক্রবার সাপ্তাহিক ছুটি পালন করা হতো। এর পরে বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতেও সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার করা হয়। 

টুইট বার্তায় একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, যদিও আমি এত বছর শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটিতে অভ্যস্ত হয়েছি, আমি এই পরিবর্তন দেখে খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত