আজকের পত্রিকা ডেস্ক
ইরান-ইসরায়েল সংঘাতের পর সাময়িক যুদ্ধবিরতি বা সমঝোতা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মহান ইরানি জাতি ভুয়া জায়নবাদী শাসনের ওপর বিজয় অর্জন করেছে।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সব প্রচার, সব দাবি সত্ত্বেও জায়নবাদী শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।’
খামেনি আরও বলেন, ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র সংঘাতে হস্তক্ষেপ করেছে। কারণ, তারা বুঝতে পেরেছিল, যদি তারা হস্তক্ষেপ না করে, তাহলে জায়নবাদী শাসন ধ্বংস হয়ে যাবে।
এই যুদ্ধে আমেরিকানরা কিছু অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হলো ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক পোস্টের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘ট্রাম্প সত্যটা সামনে এনেছেন। তিনি দেখিয়েছেন, আমেরিকানরা কেবল ইরানের পরাজয় ও নিঃশর্ত আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে, অন্য কিছু নয়।’
খামেনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শাসনব্যবস্থার মৌলিক দ্বন্দ্ব চলেছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র নানা অজুহাত সামনে এনেছে। বিশেষ করে, মানবাধিকার, নারীর অধিকার, পারমাণবিক সমৃদ্ধকরণ, পারমাণবিক কর্মসূচি, মিসাইল উৎপাদন ইত্যাদি ইস্যু টেনে আনা তাদের কৌশলমাত্র।
খামেনি বলেন, ‘ট্রাম্পের বক্তব্যে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আগের প্রেসিডেন্টরা এতটা স্পষ্টভাবে বলেননি। কারণ, একটি জাতিকে প্রকাশ্যে আত্মসমর্পণের কথা বলা গ্রহণযোগ্য নয়—এটা অযৌক্তিক।’
‘ইরানকে মাথা নত করাতেই তারা অজুহাত দাঁড় করায়’, যোগ করেন তিনি।
ইরান-ইসরায়েল সংঘাতের পর সাময়িক যুদ্ধবিরতি বা সমঝোতা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মহান ইরানি জাতি ভুয়া জায়নবাদী শাসনের ওপর বিজয় অর্জন করেছে।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সব প্রচার, সব দাবি সত্ত্বেও জায়নবাদী শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।’
খামেনি আরও বলেন, ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র সংঘাতে হস্তক্ষেপ করেছে। কারণ, তারা বুঝতে পেরেছিল, যদি তারা হস্তক্ষেপ না করে, তাহলে জায়নবাদী শাসন ধ্বংস হয়ে যাবে।
এই যুদ্ধে আমেরিকানরা কিছু অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হলো ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক পোস্টের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘ট্রাম্প সত্যটা সামনে এনেছেন। তিনি দেখিয়েছেন, আমেরিকানরা কেবল ইরানের পরাজয় ও নিঃশর্ত আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে, অন্য কিছু নয়।’
খামেনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শাসনব্যবস্থার মৌলিক দ্বন্দ্ব চলেছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র নানা অজুহাত সামনে এনেছে। বিশেষ করে, মানবাধিকার, নারীর অধিকার, পারমাণবিক সমৃদ্ধকরণ, পারমাণবিক কর্মসূচি, মিসাইল উৎপাদন ইত্যাদি ইস্যু টেনে আনা তাদের কৌশলমাত্র।
খামেনি বলেন, ‘ট্রাম্পের বক্তব্যে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আগের প্রেসিডেন্টরা এতটা স্পষ্টভাবে বলেননি। কারণ, একটি জাতিকে প্রকাশ্যে আত্মসমর্পণের কথা বলা গ্রহণযোগ্য নয়—এটা অযৌক্তিক।’
‘ইরানকে মাথা নত করাতেই তারা অজুহাত দাঁড় করায়’, যোগ করেন তিনি।
কাশির সিরাপে কোডিন নামের একধরনের মাদক ব্যবহার করা হয়। এটি হালকা ওপিওয়েড শ্রেণির মাদক, যা উচ্চমাত্রায় নিলে উচ্ছ্বাস বা নেশার অনুভূতি দেয় এবং আসক্তির ঝুঁকি বাড়ায়। ফলে বড়রা দীর্ঘদিন এই সিরাপ খেলে এতে আসক্ত হয়ে পড়েন।
৬ ঘণ্টা আগেপাকিস্তানের জাফর এক্সপ্রেসে আবারও ভয়াবহ বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির সিন্ধু প্রদেশের সুলতান কোট রেলস্টেশনের কাছে ওই বিস্ফোরণে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত সাতজন আহত হয়।
৬ ঘণ্টা আগেআফগানিস্তানে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বুধবার রাতে (৮ অক্টোবর) তালেবান সূত্রের বরাতে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তালেবান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ওই সূত্রটি জানিয়েছে—ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মের কিছু
৬ ঘণ্টা আগেঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায়। সেখানেই প্রথম রহস্যজনকভাবে কয়েকটি শিশুর মৃত্যু হয়। পরে জানা যায়, তারা সবাই ‘কোল্ডরিফ’ নামের একটি কাশির সিরাপ খেয়েছিল। এই ওষুধ তৈরি করেছিল তামিলনাড়ুভিত্তিক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই সিরাপ খেয়ে সেপ্টেম্বরের শুরু থেকে ২৯ তারিখের মধ্যে ১০টি শিশুর..
৭ ঘণ্টা আগে