Ajker Patrika

পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

আপডেট : ০৩ মে ২০২৩, ১০: ৩১
পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দী খাদের আদনারের মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় আবারও অশান্ত উপত্যকা। খাদেরের মৃত্যুর প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রকেট ছোড়ার প্রতিবাদে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাতে ইসরায়েলি বিমান গাজায় আঘাত হানে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল। জাতিসংঘ ও কাতারের কর্মকর্তাদের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। বুধবার রাত সাড়ে ৩টা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি। 

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি খাদের আদনানকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

আদনানের মৃত্যুর পরে পশ্চিম তীরের হেবরন শহরে ধর্মঘট করে সাধারণ মানুষ। কিছু বিক্ষোভকারী টায়ার জ্বালিয়েছে এবং ইসরায়েলি সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করেছে। ইসরায়েলি সৈন্যরা তাদের দিকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। 

বিনা অপরাধে আটক ও বন্দী রাখায় আমরণ অনশন শুরু করেছিলেন খাদের আদনান। ৮৭ দিনের মাথায় তাঁকে কারাগারে অচেতন অবস্থায় পাওয়া যায়। খাদেরের এমন মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনে। গাজা থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হন। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত