আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় হট্টগোলের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি উপলক্ষে দেওয়া তাঁর ভাষণ চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের দুজন পার্লামেন্ট মেম্বার চিৎকার করে প্রতিবাদ জানান। এরপর নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁদের হল থেকে বের করে দেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাশ জোটের আইমান ওদেহ ও ওফের কাসিফ। তাঁরা ট্রাম্পের ভাষণ চলাকালে উঠে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন।
ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে ওদেহ তাঁর এক্সে হ্যান্ডলে লেখেন, ‘পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে, তা অসহনীয়। পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুট পরানো হচ্ছে, তা গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় বা লক্ষাধিক ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলির রক্তের দায় থেকে তাঁকে মুক্ত করতে পারে না। তবে যুদ্ধবিরতি ও সামগ্রিক চুক্তির কারণে আমি এখানে উপস্থিত আছি। কেবল দখলদারির অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে।’
প্রসঙ্গত, নেসেটে ভাষণ দিতে আজ সোমবার ইসরায়েলে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিসরে যাবেন। সেখানে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট পদক পেতে যাচ্ছেন ট্রাম্প। আজ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবেন।
নেসেটে ট্রাম্প বলেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য ‘এক নতুন ভোরের সূচনা’। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে রসিকতা করে বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করা সহজ নয়, কিন্তু তাঁর এই স্বভাবটাই তাঁকে মহান করে তুলেছে।’
ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম আজকের এই মুহূর্তকে শান্তির ইতিহাস হিসেবে স্মরণ করবে।’ তিনি তাঁর মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানান। তিনি দাবি বলেন, ‘উইটকফের প্রচেষ্টায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।’ এ সময় নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন।
এর আগে নেতানিয়াহু তাঁর ২৮ মিনিটের বক্তব্যে ট্রাম্পকে ‘ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে পাওয়া সর্বশ্রেষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় হট্টগোলের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি উপলক্ষে দেওয়া তাঁর ভাষণ চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের দুজন পার্লামেন্ট মেম্বার চিৎকার করে প্রতিবাদ জানান। এরপর নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁদের হল থেকে বের করে দেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাশ জোটের আইমান ওদেহ ও ওফের কাসিফ। তাঁরা ট্রাম্পের ভাষণ চলাকালে উঠে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন।
ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে ওদেহ তাঁর এক্সে হ্যান্ডলে লেখেন, ‘পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে, তা অসহনীয়। পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুট পরানো হচ্ছে, তা গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় বা লক্ষাধিক ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলির রক্তের দায় থেকে তাঁকে মুক্ত করতে পারে না। তবে যুদ্ধবিরতি ও সামগ্রিক চুক্তির কারণে আমি এখানে উপস্থিত আছি। কেবল দখলদারির অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে।’
প্রসঙ্গত, নেসেটে ভাষণ দিতে আজ সোমবার ইসরায়েলে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিসরে যাবেন। সেখানে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট পদক পেতে যাচ্ছেন ট্রাম্প। আজ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবেন।
নেসেটে ট্রাম্প বলেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য ‘এক নতুন ভোরের সূচনা’। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে রসিকতা করে বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করা সহজ নয়, কিন্তু তাঁর এই স্বভাবটাই তাঁকে মহান করে তুলেছে।’
ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম আজকের এই মুহূর্তকে শান্তির ইতিহাস হিসেবে স্মরণ করবে।’ তিনি তাঁর মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানান। তিনি দাবি বলেন, ‘উইটকফের প্রচেষ্টায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।’ এ সময় নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন।
এর আগে নেতানিয়াহু তাঁর ২৮ মিনিটের বক্তব্যে ট্রাম্পকে ‘ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে পাওয়া সর্বশ্রেষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক চুক্তির পর রাজোয়েলিনাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
৯ মিনিট আগেযাত্রা শুরুর আগে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্পকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত সম্পর্কে অবহিত করা হয়। এ সময় তিনি বলেন, ‘শুনেছি, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন যুদ্ধ চলছে। আমি মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসে দেখব কী হচ্ছে। জানেনই তো, আমি আরেকটা যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’
১ ঘণ্টা আগেসম্প্রতি সাইপ্রাসে অনুষ্ঠিত এক বিশেষ শিশু শিবিরকে ঘিরে তৈরি হয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের একটি পডকাস্ট। ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি শিশুরা বন্ধুত্ব গড়ার চেষ্টা করছে’ শিরোনামে সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত ওই পডকাস্ট মূল্যবান একটি অনুসন্ধানে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সোমবার পাঞ্জাব প্রদেশে এ সহিংসতা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। বার্তা সংস্থা এপি, পাকিস্তানি সংবাদমাধ্যম ডনসহ বেশ কিছু...
২ ঘণ্টা আগে