আজকের পত্রিকা ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবারও ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় আরও অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ ঘটনায় বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৮।
শুধু রাফাহেই নয়, হামলা হয়েছে পুরো উপত্যকায়। খান ইউনিসে একটি শরণার্থীশিবিরে বিমান থেকে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন। হামলা চালানো হয়েছে বুরেজি শরণার্থী শিবিরেও। একটি বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হয়েছে চারজন।
গাজার উত্তরের একাধিক এলাকায়ও ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। তবে, থেমে নেই হামাসও। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অবশ্য এই হামলার পর বেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামাসের স্থাপনা লক্ষ্য করে ব্যাক পাল্টা গুলি চালিয়েছে তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই এলাকায় হেলিকপ্টার দিয়ে হতাহত সেনাদের উদ্ধার করতে দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, তুফাহ ও শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একের পর এক আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াফা বলছে, গাজা সিটিতে গতকাল সোমবার অন্তত ২৪ জন নিহত হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদিকে, অচল হয়ে পড়েছে যুদ্ধবিরতির আলোচনাও। সব মিলিয়ে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে।
এমন প্রেক্ষাপটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় জরুরি ত্রাণ প্রবেশের আহ্বান জানাচ্ছে। তবে খাদ্য ও জ্বালানির প্রবেশাধিকার প্রায় অচল। মার্চের শুরু থেকে জ্বালানি প্রবেশ বন্ধ থাকায় পানি পরিশোধন কেন্দ্র ও পাম্পিং স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। ফলে গাজায় পানির সংকটও প্রকট হয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। সোমবারও ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় আরও অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ ঘটনায় বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৮।
শুধু রাফাহেই নয়, হামলা হয়েছে পুরো উপত্যকায়। খান ইউনিসে একটি শরণার্থীশিবিরে বিমান থেকে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন। হামলা চালানো হয়েছে বুরেজি শরণার্থী শিবিরেও। একটি বাণিজ্যিক কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হয়েছে চারজন।
গাজার উত্তরের একাধিক এলাকায়ও ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। তবে, থেমে নেই হামাসও। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অবশ্য এই হামলার পর বেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামাসের স্থাপনা লক্ষ্য করে ব্যাক পাল্টা গুলি চালিয়েছে তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই এলাকায় হেলিকপ্টার দিয়ে হতাহত সেনাদের উদ্ধার করতে দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, তুফাহ ও শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একের পর এক আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াফা বলছে, গাজা সিটিতে গতকাল সোমবার অন্তত ২৪ জন নিহত হয়েছে।
কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রগুলোর আশপাশে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদিকে, অচল হয়ে পড়েছে যুদ্ধবিরতির আলোচনাও। সব মিলিয়ে গাজায় জ্বালানি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে।
এমন প্রেক্ষাপটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় জরুরি ত্রাণ প্রবেশের আহ্বান জানাচ্ছে। তবে খাদ্য ও জ্বালানির প্রবেশাধিকার প্রায় অচল। মার্চের শুরু থেকে জ্বালানি প্রবেশ বন্ধ থাকায় পানি পরিশোধন কেন্দ্র ও পাম্পিং স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। ফলে গাজায় পানির সংকটও প্রকট হয়েছে।
ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে চাপা পড়ে একটি বাসের অন্তত ১৫ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিলাসপুরের ভিলুগাট এলাকায় ঘুমারউইন-মারোটান রুটে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া কাদামাটি ও পাথরের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার মস্কো ফরম্যাট কনসালটেশনস অন আফগানিস্তান—শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণকারীরা কঠোর ভাষায় যৌথ বিবৃতি জারি করেছে। এতে যদিও সরাসরি বাগরামের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে—‘অংশগ্রহণকারীরা আফগানিস্তান ও পার্শ্ববর্তী দেশে অন্য কোনো দেশের সামরিক অবকাঠামো স্থাপনের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মনে
২ ঘণ্টা আগেমিয়ানমারের চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংগিয়ুত উৎসব পালনের সময় প্যারাগ্লাইডার হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) এক মুখপাত্র।
২ ঘণ্টা আগেবাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ বুধবার স্থানীয় সময় সকালে ইসরায়েলি নৌবাহিনী তাঁকে কনসেন্স নামে একটি নৌযান থেকে অপহরণ করে নিয়ে যায়। নৌযানটি গাজায় ইসরায়েল আরোপিত অবরোধ ভাঙতে রওনা হওয়া ফ্রিডম ফ্লোটিলার অংশ ছিল।
৩ ঘণ্টা আগে