Ajker Patrika

ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি জিম্মি নিখোঁজ, হামাসের দাবি

ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি জিম্মি নিখোঁজ, হামাসের দাবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় তাদের হাতে জিম্মিদের মধ্যে ৬০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানান হয় এ খবর। 

হামাসের সামরিক শাখা ইজ এল-দীন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হামাসের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘৬০ জন নিখোঁজ বন্দীর ২৩ জনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মনে হচ্ছে, গাজায় দখলদারদের অব্যাহত নৃশংস আগ্রাসনের কারণে আমরা কখনই তাদের কাছে পৌঁছাতে পারব না।’ 

আল-কাসাম ব্রিগেডের এই দাবি যাচাই করে দেখতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। গত মাসে হামাস দাবি করেছিল যে, তাদের হাতে থাকা অন্তত ৫০ জন বন্দী গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। 

গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তা জানান, ৭ অক্টোবর হামাস ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই হামাসের হাতে থাকা জিম্মিদের খোঁজে গাজার ওপর নজরদারি করতে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। 

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে কথা বলতে গত শনিবার জর্ডানের রাজধানী আম্মান সফর করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি জানান, তাঁদের প্রধান লক্ষ্য হামাসের হাতে জিম্মিদের মুক্ত করা। 

তেলআবিবে কিরিয়া সামরিক ঘাঁটিতে অবস্থিত আইডিএফের সদর দপ্তরের সামনে গতকাল শুক্রবার অবস্থান নেয় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবার। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি দাবি জানান হয় যে, সকল বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় যেন যুদ্ধবিরতিতে সম্মত না হয় ইসরায়েল। আর এ ব্যাপারে নেতানিয়াহু প্রকাশ্য ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্দীদের পরিবার আইডিএফ-এর সদর দপ্তরের সামনেই অবস্থান করার ঘোষণা দেয়। 

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে, হামাসের হাতে মোট বন্দীর সংখ্যা ২৪০। এর মধ্যে সেনা সদস্য ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক এবং কয়েকজন বিদেশি। এ পর্যন্ত ৪ জন বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। 

গাজা প্রশাসনের জনসংযোগ কর্মকর্তা সালাম মারুফ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় অন্তত সাড়ে ৯ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৯০০ জনই শিশু এবং ২ হাজার ৫০৯ জন নারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত