Ajker Patrika

ইরানে দালান ধসে নিহত ৩১, আহত ৩৭ 

ইরানে দালান ধসে নিহত ৩১, আহত ৩৭ 

ইরানের আবাদান শহরে দালান ধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া, এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার বিধ্বস্ত ওই দালান থেকে আরও ২ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে আবাদান শহরের ওই দালানটি ধসে পড়েছিল। এক সপ্তাহ আগে ধসে পড়লেও উদ্ধারকারীরা এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

দেশটির পুলিশ এরই মধ্যে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শহরটির বর্তমান ও সাবেক মেয়রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ছাড়া, দালানটি ধসের ঘটনায় এরই মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, আবাদানে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলে আসছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসেছে। এরই মধ্যে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা দালানটি ধসের পর গত শনিবার ঘটনাস্থলের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তবে, পুলিশের সঙ্গে সংঘর্ষে কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত করতে পারেনি ইরানের কোনো সংবাদমাধ্যম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত