Ajker Patrika

গায়ে ‘রংধনু’ টি-শার্ট, কাতার বিশ্বকাপে আটক মার্কিন সাংবাদিক

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১২: ০৬
গায়ে ‘রংধনু’ টি-শার্ট, কাতার বিশ্বকাপে আটক মার্কিন সাংবাদিক

সমকামিতার সমর্থনে গায়ে ‘রংধনু’ টি-শার্ট পরে কাতার বিশ্বকাপের খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশের সময় অল্প সময়ের জন্য আটক হয়েছিলেন যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক। কারণ, কাতারে সামকামী সম্পর্ক অবৈধ। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই সাংবাদিকের নাম গ্রান্ট ওয়াহল। তিনি স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাবেক সাংবাদিক। এখন তিনি একটি নিজস্ব ওয়েবসাইট চালান। গ্রান্ট ওয়াহল বলেছেন, ‘ওয়েলস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার খেলা দেখতে আমি আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে গিয়েছিলাম। আমার গায়ে রংধনু টি-শার্ট ছিল। স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা আমাকে স্টেডিয়ামে ঢুকতে দেয়নি এবং টি-শার্ট খুলে ফেলতে বলেছিল।’ 

এ ঘটনা সম্পর্কে টুইটারে পোস্ট দিতে গেলে তাঁর ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন গ্রান্ট ওয়াহল। পরে তিনি এক টুইটার পোস্টে লিখেছেন, ‘এখন আমি ঠিক আছি। তবে এটি একটি অপ্রয়োজনীয় অগ্নিপরীক্ষা ছিল।’ 

গ্রান্ট ওয়াহল আরও বলেছেন, একজন নিরাপত্তা কমান্ডার পরে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন এবং স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছেন। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার একজন প্রতিনিধিও তাঁর কাছে ক্ষমা চেয়েছেন বলে গ্রান্ট ওয়াহল জানিয়েছেন। 

এদিকে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইউরোপের সাতটি দেশের অধিনায়কেরা গতকাল সোমবার ‘ওয়ানলাভ আর্মব্যান্ড’ পরার পরিকল্পনা বাতিল করেছেন। কারণ বহু রঙের আর্মব্যান্ড পরা যেকোনো খেলোয়াড়কে হলুদ কার্ড দেওয়ার হুমকি দিয়েছে ফিফা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত