Ajker Patrika

গাজায় খাদ্যের খোঁজে দুই দিনে প্রাণ গেল শতাধিক ফিলিস্তিনির: জাতিসংঘ

অনলাইন ডেস্ক
শত শত মানুষ আহত হয়েছে ত্রাণবাহী বহরের পথে বা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণকেন্দ্রের কাছে। ছবি: আনাদোলু
শত শত মানুষ আহত হয়েছে ত্রাণবাহী বহরের পথে বা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণকেন্দ্রের কাছে। ছবি: আনাদোলু

গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক শ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য উদ্ধৃত করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, গাজার মানুষ এখনো বড় ধরনের খাদ্যসংকটে ভুগছে এবং তাদের অনেকেই খাবারের জন্য জীবন ঝুঁকিতে ফেলছে।

ফারহান হক জানান, ‘গত দুই দিনেই ১০০ জনের বেশি নিহত হয়েছে এবং আরও শত শত মানুষ আহত হয়েছে ত্রাণবাহী বহরের পথে বা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণকেন্দ্রের কাছে।’

তিনি বলেন, ‘খাবার সংগ্রহ করতে গিয়ে যেন জীবনের ঝুঁকি নিতে না হয়–এটা সবার জন্যই মৌলিক অধিকার।’

ফারহান হকের ভাষ্য অনুযায়ী, গাজায় কয়েক মাস ধরে টিকে থাকার মতো ন্যূনতম উপকরণের অভাবও চলমান সংকটকে আরও গভীর করে তুলেছে। এই সংকট কাটাতে ‘মানবিক সহায়তার অবাধ প্রবাহ’ নিশ্চিত করতেই হবে।

তিনি বলেন, ‘নাগরিকদের সব সময় সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং স্থানীয় পর্যায়ে সহায়তা বিতরণে বাধা না দিয়ে বরং তা সহজ করতে হবে।’

ইসরায়েলি কর্তৃপক্ষের নির্ধারিত রুট ব্যবহার করে ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে জাতিসংঘ এখনো নানা রকম বাধা ও ঝুঁকির মুখে পড়ছে বলেও জানান হক।

তিনি বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব পথ ব্যবহার করতে আমাদের বলছে, সেগুলো প্রায়ই অপ্রতুল, বিপজ্জনক, যানজটে ভরা কিংবা চলাচলের অযোগ্য।’

মানবিক সহায়তা পৌঁছানোর গতি এখনো ‘অপর্যাপ্ত’ উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের দলগুলো এখনো ইসরায়েল নির্ধারিত পথগুলোয় নানা রকম ‘প্রতিবন্ধকতা ও বিপদের মুখে’ পড়ছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬০ হাজার ৩৩২ জন ফিলিস্তিনি। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পৌঁছেছে ৮৩টি মরদেহ। আহত হয়েছে আরও অন্তত ৫৫৪ জন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৭ হাজার ৬৪৩।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। সড়ক ও আশপাশের এলাকায় পড়ে থাকা অনেকের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কারণ উদ্ধারকর্মীরা সেখানে যেতে পারছেন না।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে ৫৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছে আরও ৪০০ জনের বেশি। মে মাসের ২৭ তারিখ থেকে এখন পর্যন্ত খাদ্য ও ওষুধ নিতে গিয়ে নিহত হয়েছে ১ হাজার ৩৮৩ জন এবং আহত হয়েছে অন্তত ৯ হাজার ২১৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত