Ajker Patrika

ট্রাম্প দুনিয়ার বাদশাহ না: লুলা দা সিলভা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০০: ২৬
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা জানান, ট্রাম্পের ঘোষণায় তিনি বিস্মিত হয়েছেন; বিশেষ করে, যেভাবে সেটি জানানো হয়েছে।

ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করা এক চিঠিতে জানান, আগামী ১ আগস্ট থেকে ব্রাজিলের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। সেই চিঠিতে তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলমান মামলাকে ‘উইচ হান্ট’ বলে মন্তব্য করেন এবং তা বন্ধের আহ্বান জানান।

এ বিষয়ে লুলা বলেন, ‘আমি যখন চিঠিটি পড়ি, মনে হয়েছিল, এটি ভুয়া খবর। এটা কোনো কূটনৈতিক রীতিনীতি মেনে হয়নি, বরং দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্কের সব ধরনের প্রটোকল ভেঙে দেওয়া হয়েছে।’

লুলা বলেন, ‘আমরা চাই না, প্রেসিডেন্ট ট্রাম্প ভুলে যাবেন যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট—তিনি পৃথিবীর বাদশাহ নন।’

লুলা আরও বলেন, ‘ব্রাজিল তার জনগণের স্বার্থরক্ষায় নিজের মতো করেই জবাব দেবে। আমরা ইতিমধ্যে সম্ভাব্য জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পাল্টা ব্যবস্থা নেওয়া হলে শুল্কের হার আরও বাড়ানো হতে পারে।’

তবে লুলা আলোচনার দরজাও খোলা রেখেছেন। তিনি বলেন, ‘যদি প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিকভাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে চলমান আলোচনাকে গুরুত্ব দেন, তবে আমি আলোচনায় বসতে প্রস্তুত।’

ট্রাম্প সম্প্রতি দাবি করেন, গত ১৫ বছরে ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ৪১০ বিলিয়ন ডলার ঘাটতি হয়েছে এবং ব্রাজিলের ‘অন্যায্য বাণিজ্যনীতি’ নিয়ে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে। ট্রাম্প ব্রিকস জোটের দেশগুলোর ওপরও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং অভিযোগ করেছেন, এই জোট ‘বিশ্ব মুদ্রা হিসেবে ডলার ধ্বংসে’ কাজ করছে।

এ ছাড়া তিনি হুমকি দিয়েছেন, রাশিয়ার সঙ্গে ব্যবসায় যুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, যদি ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে শেষ না হয়।

এই মুহূর্তে ট্রাম্পঘোষিত ৫০ শতাংশ শুল্কই ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ হার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত