প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে।
একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’
সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন।
মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’
থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’
প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে।
একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’
সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন।
মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’
থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে