Ajker Patrika

আত্মহত্যায় কৃষক মরছে, মোদি ব্যস্ত আত্মপ্রচারে: রাহুল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৬: ৪৩
রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত
রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার ঘটনা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছেন। তিনি বলেছেন, কৃষকেরা ঋণের ভারে দিন দিন ডুবে গেলেও সরকার উদাসীন। তিনি বলেছেন, কৃষকেরা মরছে, আর মোদি নিজের প্রচারণার ‘সুফল’ দেখতে ব্যস্ত।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দিতে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, কৃষকদের ঋণমুক্তি ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইনিভাবে নিশ্চিত করার দাবি সরকার উপেক্ষা করছে।

এর আগে গতকাল বুধবার মহারাষ্ট্র বিধানসভায় কৃষক আত্মহত্যা ও সয়াবিনচাষিদের বকেয়া পরিশোধ না করা নিয়ে বিরোধী দলের সদস্যরা দুবার ওয়াকআউট করেন। বিধানসভায় কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার দাবি করেন, এ বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২০০টি মামলায় সরকারি সহায়তার জন্য আবেদন অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে এবং ১৯৪টি মামলার তদন্ত এখনো চলছে।

রাহুল গান্ধী এক্সে এক সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশটও শেয়ার করেন। যেখানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। রাহুল গান্ধী বলেন, ‘একবার ভাবুন...মাত্র তিন মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এটা কি শুধু একটা সংখ্যা? না। এটা ৭৬৭টি ভেঙে যাওয়া পরিবার। ৭৬৭টি এমন পরিবার, যারা কোনো দিন আর ঘুরে দাঁড়াতে পারবে না। আর সরকার? চুপচাপ বসে আছে। উদাসীনভাবে সবকিছু দেখছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন কৃষকেরা ঋণের ভারে ডুবে যাচ্ছেন। কারণ, বীজ, সার, ডিজেলের দাম আকাশছোঁয়া। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যের কোনো গ্যারান্টি নেই। যখন তাঁরা ঋণমুক্তির দাবি করেন, তখন তাঁদের কোনো পাত্তাই দেওয়া হয় না। কিন্তু যাঁদের কাছে কোটি কোটি টাকা রয়েছে? মোদি সরকার সহজেই তাঁদের ঋণ মাফ করে দেয়। আজকের খবরেই দেখুন—অনিল আম্বানির ৪৮ হাজার কোটি টাকার এসবিআই প্রতারণা!’

রাহুল আরও বলেন, ‘মোদি জি বলেছিলেন, কৃষকের আয় দ্বিগুণ করবেন। আজ পরিস্থিতি এমন যে, কৃষকের জীবনই অর্ধেক হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা ধীরে ধীরে, নীরবে কৃষকদের শেষ করে দিচ্ছে। আর মোদি জি নিজের প্রচারের খেলার সুফল চুপচাপ দেখে যাচ্ছেন।’

অন্যদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে এক্সে একটি চার্ট শেয়ার করেন। সেখানে দাবি করা হয়েছে, মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোট সরকারের ১৫ বছরের শাসনকালে ৫৫ হাজার ৯২৮ জন কৃষক আত্মহত্যা করেছিলেন।

মালব্য বলেন, ‘মৃতের সংখ্যা নিয়ে রাজনীতি করা নোংরা। কিন্তু রাহুল গান্ধীর মতো মানুষকে আয়না দেখানো জরুরি। মুখ খোলার আগে রাহুল গান্ধীর মনে করা উচিত, মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি (শারদ পাওয়ার) সরকারের আমলে কত হাজার কৃষক আত্মহত্যা করেছিলেন। প্রথমে তার জবাব দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত