Ajker Patrika

আদালতে প্রিয়াকে ‘সিনড্রেলার সৎমা’ বললেন কারিশমার সন্তানদের আইনজীবী

আজকের পত্রিকা ডেস্ক­
বিচ্ছেদের আগে প্রথম স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুর (বায়ে)। ডানে বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। ছবি: এনডিটিভি
বিচ্ছেদের আগে প্রথম স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুর (বায়ে)। ডানে বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। ছবি: এনডিটিভি

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সন্তান ২০ বছর বয়সী সামাইরা ও ১৫ বছরের কিয়ান কাপুর তাঁদের সৎমা প্রিয়া সচদেব কাপুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তাঁদের অভিযোগ, প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে তাঁদের প্রয়াত বাবা সঞ্জয় কাপুরের উইল জাল করেছেন সৎমা। ভারতের আলোচিত এই উত্তরাধিকার বিতর্ক এখন আদালতে পৌঁছেছে। সেখানে এক আইনজীবীর মন্তব্যে পরিস্থিতি আরও নাটকীয় রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনডিটিভি জানিয়েছে, দিল্লি হাই কোর্টে মামলাটির শুনানিতে সিনিয়র আইনজীবী মহেশ জেঠমালানি প্রিয়া সচদেব কাপুরকে ‘সিনড্রেলার সৎমা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘তিনি (প্রিয়া) যেন সেই গল্পের সৎমায়ের মতো, যিনি শুধু নিজের স্বার্থ দেখেন। তিনি লোভী—নিজের জন্য ৬০ শতাংশ সম্পত্তি রেখেছেন, ছেলের জন্য ১২ শতাংশ, আর ট্রাস্টের ৭৫ শতাংশও তাঁর দখলে।’

এই মামলাটি দাখিল করেছেন কারিশমা কাপুরের সন্তানেরা। তাঁদের অভিযোগ, তাঁদের বাবা সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রিয়া সচদেব কাপুর জাল উইলের মাধ্যমে সম্পূর্ণ সম্পত্তির মালিকানা দাবি করেছেন। ২০২৫ সালের ২১ মার্চের ওই উইলটিকে ‘জাল দলিল’ বলে তাঁরা দাবি করেন। সঞ্জয় কাপুর চলতি বছরের জুনে যুক্তরাজ্যে এক পোলো ম্যাচে অংশগ্রহণকালে হঠাৎ মারা যান।

আদালতে কারিশমার সন্তানদের আইনজীবী জেঠমালানি বলেছেন, ‘এই উইলটি এতটাই অগোছালোভাবে তৈরি যে, কোনো অভিজ্ঞ আইনজীবী এর কৃতিত্ব নিতে চাইবেন না। এত বড় সম্পত্তি নিয়ে কোনো শিল্পপতি আইনজীবীর পরামর্শ ছাড়া এমন নথি তৈরি করবেন—এটা বিশ্বাসযোগ্য নয়।’

তিনি আরও জানান, সঞ্জয় কাপুর মার্চের মাঝামাঝিতে তাঁর ছেলে কিয়ানের সঙ্গে ছুটিতে ছিলেন। সেই সময়ই উইলটি সংশোধিত হয়। কিন্তু সেটা কে করল?’

জেঠমালানির দাবি, ওই ফাইল অন্যের ডিভাইসে তৈরি হয়েছিল এবং যিনি সেটা করেছিলেন পরে তাঁকে কোম্পানির পরিচালক করা হয়। তাঁর মতে, যারা উইল জাল করেছে, তারাই পুরস্কৃত হয়েছে।

প্রিয়া সচদেব কাপুরের এক ঘনিষ্ঠ সহযোগী নিতিন শর্মাকে এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা। তাঁরা জানান, প্রিয়া সচদেব তাঁর সহযোগী দীনেশ আগারওয়াল ও নিতিন শর্মার সঙ্গে যোগসাজশ করে উইলটি কয়েক সপ্তাহ গোপন রাখেন এবং পরে পারিবারিক বৈঠকে প্রকাশ করেন।

এই মামলায় কারিশমা কাপুরের সন্তানেরা তাঁদের বাবার ব্যক্তিগত সম্পত্তিতে সমান এক-পঞ্চমাংশ করে অধিকার দাবি করেছেন।

অন্যদিকে প্রিয়া সচদেব পক্ষের আইনজীবী রাজিব নায়ার আদালতে দাবি করেছেন, সামাইরা ও কিয়ান ইতিমধ্যে পরিবারের ট্রাস্ট থেকে ১ হাজার ৯০০ কোটি টাকা পেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন—‘তাহলে তারা আর কী চান?’

তবে এর জবাবে বলেছেন, ‘তাঁদের কিছুই দেওয়া হয়নি। আর তাঁদের বঞ্চিত করার কোনো কারণও বলা হয়নি। এমনকি প্রয়াত সঞ্জয় কাপুরের মা রানি কাপুরও কিছু পাননি।’

প্রয়াত সঞ্জয়ের মা রানি কাপুর নিজেও অভিযোগ করেছেন, তাঁর ছেলের ব্যক্তিগত সম্পদ তাঁর পুত্রবধূ আত্মসাৎ করেছেন। তিনি ছেলের উইল সম্পর্কে জানতে প্রিয়াকে ১৫ টিরও বেশি ইমেইল পাঠিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি।

দিল্লি হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

নার্সিং হোমে বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে মিনি স্কার্ট পরে তরুণীর নাচ

ফিলিস্তিনিদের বের করে দেওয়া হবে না, বরং উল্টোটা ঘটবে: ট্রাম্প

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরায়েলের দুজন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত