Ajker Patrika

‘রাত কি হামসফর’ গানের তালে নাচলেন তৃণমূলের মহুয়া ও বিজেডির পিনাকী

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২৫, ১৬: ৫৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের ক্ল্যাসিক ‘রাত কে হামসফর’ গানের সঙ্গে নেচেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র ও বিজু জনতা দল (বিজেডি) নেতা পিনাকী মিশ্র। জার্মানির বার্লিনে এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে তাঁরা এই নৃত্য করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করার পরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই রঙের পোশাকে সাজেন এই নবদম্পতি। মহুয়া মৈত্র পরেছিলেন হালকা গোলাপি বেনারসি শাড়ি ও সোনার গয়না, আর পিনাকী মিশ্রের পরনে ছিল পিচ রঙা ওয়েস্টকোট।

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন মন্তব্য করেন, রাজনৈতিক মতাদর্শ কখনোই এক হতে পারে না, তবে সবকিছুকে একসঙ্গে মেলানোও ঠিক নয়। এই বিবাহ শুভ হোক।

গত ৩০ মে বার্লিনে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। একসঙ্গে কেক কাটার একটি ছবি শেয়ার করে মহুয়া মৈত্র লেখেন, ‘সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য।’ দুই স্তরের কেকটি নজর কাড়ে এর ব্যক্তিগত সজ্জায়—ছোট্ট মানবাকৃতি, হাতব্যাগ, চশমা, গ্যাভেল (বিচারকের হাতুড়ি) ও ব্রিফকেসে সাজানো হয় কেকটি।

প্রসঙ্গত, মহুয়া মৈত্র পার্লামেন্টে তাঁর স্পষ্টবাদী বক্তব্য এবং হ্যান্ডব্যাগের প্রতি দুর্বলতার জন্য পরিচিত, যা কেকের ডিজাইনেও প্রতিফলিত হয়েছে। অপরদিকে, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পিনাকী মিশ্রের জন্য আইনি প্রতীক যুক্ত করা হয়েছে তাঁর দীর্ঘ আইন ও রাজনীতির ক্যারিয়ারের প্রতিফলন হিসেবে।

১৯৭৪ সালে জন্ম নেওয়া মহুয়া মৈত্র নিউইয়র্ক ও লন্ডনে বিনিয়োগ ব্যাংকিংয়ে সফল ক্যারিয়ার গড়ে তোলার পর রাজনীতিতে আসেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম সরব এমপি।

অন্যদিকে, ১৯৫৯ সালে জন্ম নেওয়া পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওডিশার পুরি লোকসভা কেন্দ্র থেকে চারবার নির্বাচিত এমপি। তিনি পরবর্তীতে বিজেডিতে যোগ দেন।

এই নতুন অধ্যায়ের সূচনায় রাজনৈতিক মতাদর্শ পেছনে ফেলে দুজনেই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত