উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, লোকসভা নির্বাচন নিয়ে যে বুথফেরত জরিপ হয়েছে, সেটির মাধ্যমে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে। এ ছাড়া, এই বুথফেরত জরিপের ফলাফলের মাধ্যমে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। এরই মধ্যে ভারতের শেয়ারবাজারে তেজিভাব দেখা দিয়েছে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অখিলেশ যাদব বলেছেন—বিরোধী শিবির অনেক আগেই অভিযোগ করেছে, বিজেপিপন্থী গণমাধ্যমগুলো বুথফেরত জরিপে দেখাতে পারে যে, বিজেপি লোকসভায় ৩ শতাধিক আসন পাবে। তিনি বলেন, ‘যে বুথফেরত জরিপ মাসখানেক আগে তৈরি হয়েছে তা কেবল টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর ফলে নির্বাচনের ফলাফলে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে।’
আজ রোববার উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বুথফেরত জরিপের ফলাফল ব্যবহার করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। কিন্তু বিজেপি নেতাদের হতাশায় মলিন মুখই আসল সত্যটা বলে দিচ্ছে।’ এ সময় তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে জিততে যাচ্ছে। এ সময় তিনি জোটের প্রার্থী এবং তাঁদের পোলিং এজেন্টদের ইভিএমের ভোট গণনার দিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘বুথফেরত জরিপের ঘটনাক্রম বুঝুন। বিরোধীরা আগেই বলেছিল যে বিজেপিপন্থী মিডিয়া বিজেপিকে অন্তত ৩০০ আসনে বিজয়ী দেখাবে, যা জালিয়াতির সুযোগ তৈরি করবে। আজকের বিজেপিপন্থী বুথফেরত জরিপ কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। চ্যানেলগুলো কেবল এখন তা প্রচার করেছে। এই বুথফেরত জরিপের মাধ্যমে জনগণের জনমতকে প্রতারিত করা হচ্ছে।’
সমাজবাদী পার্টির এই নেতা আরও বলেন, ‘এই বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। যদি এই বুথফেরত জরিপগুলো মিথ্যা না হতো এবং বিজেপি হেরে না যেত—তাহলে বিজেপি নিজের লোকেদের দোষ দিত না। বিজেপি নেতাদের হতাশ মুখচ্ছবি থেকেই সত্য বেরিয়ে আসছে।’
ইন্ডিয়া জোটের অন্যতম এই অংশীদার আরও বলেন, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে চণ্ডীগড় মেয়র নির্বাচনের মতো পুরো দেশের ফলাফল পরিবর্তন করা যাবে না। কারণ, এবার বিরোধীরা পুরোপুরি সজাগ এবং জনগণের ক্ষোভও তুঙ্গে। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে মিশে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাও সুপ্রিম কোর্টের সক্রিয়তা দেখার পর নির্বাচনে কারচুপি করার সাহস জোগাড় করতে পারবেন না এবং তাঁরা জনগণের ক্রোধের শিকার হতে চান না।’
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, লোকসভা নির্বাচন নিয়ে যে বুথফেরত জরিপ হয়েছে, সেটির মাধ্যমে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে। এ ছাড়া, এই বুথফেরত জরিপের ফলাফলের মাধ্যমে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। এরই মধ্যে ভারতের শেয়ারবাজারে তেজিভাব দেখা দিয়েছে বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অখিলেশ যাদব বলেছেন—বিরোধী শিবির অনেক আগেই অভিযোগ করেছে, বিজেপিপন্থী গণমাধ্যমগুলো বুথফেরত জরিপে দেখাতে পারে যে, বিজেপি লোকসভায় ৩ শতাধিক আসন পাবে। তিনি বলেন, ‘যে বুথফেরত জরিপ মাসখানেক আগে তৈরি হয়েছে তা কেবল টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানোর ফলে নির্বাচনের ফলাফলে জালিয়াতির সুযোগ তৈরি করতে পারে।’
আজ রোববার উত্তর প্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বুথফেরত জরিপের ফলাফল ব্যবহার করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। কিন্তু বিজেপি নেতাদের হতাশায় মলিন মুখই আসল সত্যটা বলে দিচ্ছে।’ এ সময় তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে জিততে যাচ্ছে। এ সময় তিনি জোটের প্রার্থী এবং তাঁদের পোলিং এজেন্টদের ইভিএমের ভোট গণনার দিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
অখিলেশ যাদব তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে বলেছেন, ‘বুথফেরত জরিপের ঘটনাক্রম বুঝুন। বিরোধীরা আগেই বলেছিল যে বিজেপিপন্থী মিডিয়া বিজেপিকে অন্তত ৩০০ আসনে বিজয়ী দেখাবে, যা জালিয়াতির সুযোগ তৈরি করবে। আজকের বিজেপিপন্থী বুথফেরত জরিপ কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। চ্যানেলগুলো কেবল এখন তা প্রচার করেছে। এই বুথফেরত জরিপের মাধ্যমে জনগণের জনমতকে প্রতারিত করা হচ্ছে।’
সমাজবাদী পার্টির এই নেতা আরও বলেন, ‘এই বুথফেরত জরিপের ওপর ভিত্তি করে বিজেপি শেয়ারবাজার থেকে ফায়দা লুটতে চায়। যদি এই বুথফেরত জরিপগুলো মিথ্যা না হতো এবং বিজেপি হেরে না যেত—তাহলে বিজেপি নিজের লোকেদের দোষ দিত না। বিজেপি নেতাদের হতাশ মুখচ্ছবি থেকেই সত্য বেরিয়ে আসছে।’
ইন্ডিয়া জোটের অন্যতম এই অংশীদার আরও বলেন, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে চণ্ডীগড় মেয়র নির্বাচনের মতো পুরো দেশের ফলাফল পরিবর্তন করা যাবে না। কারণ, এবার বিরোধীরা পুরোপুরি সজাগ এবং জনগণের ক্ষোভও তুঙ্গে। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে মিশে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারাও সুপ্রিম কোর্টের সক্রিয়তা দেখার পর নির্বাচনে কারচুপি করার সাহস জোগাড় করতে পারবেন না এবং তাঁরা জনগণের ক্রোধের শিকার হতে চান না।’
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
৩১ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
৩৩ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
২ ঘণ্টা আগে