কলকাতা সংবাদদাতা
বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্য পুলিশকে আরও কঠোর হতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘স্টার্ট ফ্রম মাই হাউস।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই কলকাতা পুলিশের আধিকারিকেরা নড়েচড়ে বসেন।
এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লাবঘর ও এর ঠিক পেছনে একটি দোতলা বাড়ি রয়েছে। গত বুধবার সেই বাড়িতে পুলিশ ক্যাম্প লেখা একটি স্টিকার লাগিয়ে বাড়ির সামনে চেয়ার পেতে বসে থাকতে দেখা গেছে কলকাতা পুলিশকে।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িতে থাকেন না। তিনি থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়ির কাছেই অন্য একটি বাড়িতে।
স্থানীয়দের অভিযোগ, ক্লাবের পেছনের বাড়িটি বেআইনিভাবে দখল করা জমিতে তৈরি করা হয়েছে। বর্তমানে সেই বাড়িতেই করা হয়েছে পুলিশ ক্যাম্প।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছে, এখন এ নিয়ে কিছু বলব না।’
চলতি লোকসভা নির্বাচন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ওপর খেপে আছেন। হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস টিকিট দেওয়ায় প্রবল অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতার ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে হাওড়ায় লড়াই করবেন। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সে কথা ঘোষণা করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাইকে ত্যাজ্য বলে ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি পরিবারতন্ত্র করি না। যে যেখানে ইচ্ছে ভোটে লড়তে পারে। আমার কিছু যায় আসে না। ওর সঙ্গে আমাদের পরিবারের আর কোনো যোগ নেই। অনেক কষ্ট করে ছোট ভাই ও বোনদের মানুষ করেছি আমি। কিন্তু ওকে মানুষ করতে পারিনি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমার পরিবারে ৩২ জন সদস্য আছেন সবাই ওর ওপর ক্ষুব্ধ, প্রত্যেকবার ভোটের সময় অশান্তি করে। বড় হলে অনেকের লোভ বেড়ে যায়। আজ থেকে আমি শুধু নয়, মা–মাটি–মানুষের সঙ্গে ওর সম্পর্ক চলে গেল। ভাই বলে পরিচয় দেব না। নো রিলেশন, সব সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে ত্যাজ্য ভাই করলাম।’
বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্য পুলিশকে আরও কঠোর হতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘স্টার্ট ফ্রম মাই হাউস।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই কলকাতা পুলিশের আধিকারিকেরা নড়েচড়ে বসেন।
এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লাবঘর ও এর ঠিক পেছনে একটি দোতলা বাড়ি রয়েছে। গত বুধবার সেই বাড়িতে পুলিশ ক্যাম্প লেখা একটি স্টিকার লাগিয়ে বাড়ির সামনে চেয়ার পেতে বসে থাকতে দেখা গেছে কলকাতা পুলিশকে।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সেই বাড়িতে থাকেন না। তিনি থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়ির কাছেই অন্য একটি বাড়িতে।
স্থানীয়দের অভিযোগ, ক্লাবের পেছনের বাড়িটি বেআইনিভাবে দখল করা জমিতে তৈরি করা হয়েছে। বর্তমানে সেই বাড়িতেই করা হয়েছে পুলিশ ক্যাম্প।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছে, এখন এ নিয়ে কিছু বলব না।’
চলতি লোকসভা নির্বাচন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ওপর খেপে আছেন। হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস টিকিট দেওয়ায় প্রবল অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতার ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। তিনি সেই সময় ঘোষণা দিয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে হাওড়ায় লড়াই করবেন। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সে কথা ঘোষণা করতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাইকে ত্যাজ্য বলে ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি পরিবারতন্ত্র করি না। যে যেখানে ইচ্ছে ভোটে লড়তে পারে। আমার কিছু যায় আসে না। ওর সঙ্গে আমাদের পরিবারের আর কোনো যোগ নেই। অনেক কষ্ট করে ছোট ভাই ও বোনদের মানুষ করেছি আমি। কিন্তু ওকে মানুষ করতে পারিনি।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমার পরিবারে ৩২ জন সদস্য আছেন সবাই ওর ওপর ক্ষুব্ধ, প্রত্যেকবার ভোটের সময় অশান্তি করে। বড় হলে অনেকের লোভ বেড়ে যায়। আজ থেকে আমি শুধু নয়, মা–মাটি–মানুষের সঙ্গে ওর সম্পর্ক চলে গেল। ভাই বলে পরিচয় দেব না। নো রিলেশন, সব সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে ত্যাজ্য ভাই করলাম।’
ইরানের শাহেদ ড্রোনের নকশা ব্যবহার করে এই ড্রোন উৎপাদনের জন্য বিশাল এক কারখানা নির্মাণ করেছে রাশিয়া। তাতারস্তান অঞ্চলের আলাবুগা শিল্প এলাকায় অবস্থিত এই কারখানা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র।
৪ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
৬ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
৬ ঘণ্টা আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৭ ঘণ্টা আগে