অনলাইন ডেস্ক
কেরানির চাকরি করতেন। কিন্তু তাঁর চারটি আলিশান বাড়ি ও সব মিলিয়ে ৩০ হাজার কোটি রুপির সম্পদের সন্ধান মিলেছে। ভারতের কর্ণাটক রাজ্যের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের ওই সাবেক কেরানির বাড়িতে অভিযান অবৈধ সম্পদ জব্দ করেছে লোকায়ুক্ত (দুর্নীতি দমন) কর্মকর্তারা। আজ শুক্রবার এই অভিযান চালানো হয়।
লোকায়ুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কোপ্পাল এলাকায় কাজ করতেন। তাঁর মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার রুপি। অথচ তাঁর নামে, তাঁর স্ত্রীর নামে এবং স্ত্রীর ভাইয়ের নামে ২৪টি বাড়ি,৪টি প্লট এবং ৪০ একর কৃষিজমি পাওয়া গেছে।
অভিযানে ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি রুপাও উদ্ধার করা হয়েছে।
অভিযোগ উঠেছে, নিদাগুন্ডি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের সাবেক প্রকৌশলী জেড এম চিনচোলকার ৯৬টি অসম্পূর্ণ প্রকল্পের নথি জালিয়াতি করে ৭২ কোটি রুপির বেশি আত্মসাৎ করেছেন।
লোকায়ুক্ত কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে নিয়মিত অভিযান চালাচ্ছেন।
গত মঙ্গলবারও হাসান, চিক্কাবাল্লাপুরা, চিত্রদুর্গ এবং বেঙ্গালুরুতে পাঁচজন সরকারি কর্মকর্তার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে তল্লাশি চালানো হয়। এই কর্মকর্তাদের মধ্যে ছিলেন এনএইচএআই বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ান্না আর, গ্রামীণ পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আঞ্জানেয়া মূর্তি এম, হিরিউরের তালুক স্বাস্থ্য কর্মকর্তা ড. ভেঙ্কটেশ, বেঙ্গালুরুর বিবিএমপি দাসারাহাল্লি উপ-বিভাগের রাজস্ব কর্মকর্তা এন ভেঙ্কটেশ এবং বেঙ্গালুরুর বিডিএ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী উদ্যানতত্ত্ব পরিচালক কে ওম প্রকাশ।
এর আগে গত ২৩ জুলাই লোকায়ুক্ত কর্মকর্তারা আটজন কর্মকর্তার, যার মধ্যে একজন আইএএস কর্মকর্তাও ছিলেন, ৪১টি স্থানে অভিযান চালিয়ে ৩৭ দশমিক ৪২ কোটি রুপির অবৈধ সম্পদ উদ্ধার করেন। এই অভিযানগুলো বেঙ্গালুরু আরবান, মহীশূর, তুমাকুরু, কালাবুরাগি, কোপ্পাল এবং কোডাগু জেলায় চালানো হয়েছিল।
ওই অভিযানে কর্ণাটকের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি-এর বিশেষ ডেপুটি কমিশনার আইএএস কর্মকর্তা বাসন্তী আমার বি ভি-এর সঙ্গে যুক্ত পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে ৯ দশমিক ০৩ কোটি রুপির সম্পদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৩টি জমি,৪টি বাড়ি, ৩ একর কৃষিজমি (৭.৪ কোটি রুপি মূল্যের), ১২ লাখ রুপির গয়না এবং ৯০ লাখ রুপির যানবাহন। বাসন্তী বেঙ্গালুরু শহরতলির রেলওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বেও ছিলেন।
কেরানির চাকরি করতেন। কিন্তু তাঁর চারটি আলিশান বাড়ি ও সব মিলিয়ে ৩০ হাজার কোটি রুপির সম্পদের সন্ধান মিলেছে। ভারতের কর্ণাটক রাজ্যের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের ওই সাবেক কেরানির বাড়িতে অভিযান অবৈধ সম্পদ জব্দ করেছে লোকায়ুক্ত (দুর্নীতি দমন) কর্মকর্তারা। আজ শুক্রবার এই অভিযান চালানো হয়।
লোকায়ুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কোপ্পাল এলাকায় কাজ করতেন। তাঁর মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার রুপি। অথচ তাঁর নামে, তাঁর স্ত্রীর নামে এবং স্ত্রীর ভাইয়ের নামে ২৪টি বাড়ি,৪টি প্লট এবং ৪০ একর কৃষিজমি পাওয়া গেছে।
অভিযানে ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি রুপাও উদ্ধার করা হয়েছে।
অভিযোগ উঠেছে, নিদাগুন্ডি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের সাবেক প্রকৌশলী জেড এম চিনচোলকার ৯৬টি অসম্পূর্ণ প্রকল্পের নথি জালিয়াতি করে ৭২ কোটি রুপির বেশি আত্মসাৎ করেছেন।
লোকায়ুক্ত কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে নিয়মিত অভিযান চালাচ্ছেন।
গত মঙ্গলবারও হাসান, চিক্কাবাল্লাপুরা, চিত্রদুর্গ এবং বেঙ্গালুরুতে পাঁচজন সরকারি কর্মকর্তার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে তল্লাশি চালানো হয়। এই কর্মকর্তাদের মধ্যে ছিলেন এনএইচএআই বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ান্না আর, গ্রামীণ পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আঞ্জানেয়া মূর্তি এম, হিরিউরের তালুক স্বাস্থ্য কর্মকর্তা ড. ভেঙ্কটেশ, বেঙ্গালুরুর বিবিএমপি দাসারাহাল্লি উপ-বিভাগের রাজস্ব কর্মকর্তা এন ভেঙ্কটেশ এবং বেঙ্গালুরুর বিডিএ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী উদ্যানতত্ত্ব পরিচালক কে ওম প্রকাশ।
এর আগে গত ২৩ জুলাই লোকায়ুক্ত কর্মকর্তারা আটজন কর্মকর্তার, যার মধ্যে একজন আইএএস কর্মকর্তাও ছিলেন, ৪১টি স্থানে অভিযান চালিয়ে ৩৭ দশমিক ৪২ কোটি রুপির অবৈধ সম্পদ উদ্ধার করেন। এই অভিযানগুলো বেঙ্গালুরু আরবান, মহীশূর, তুমাকুরু, কালাবুরাগি, কোপ্পাল এবং কোডাগু জেলায় চালানো হয়েছিল।
ওই অভিযানে কর্ণাটকের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি-এর বিশেষ ডেপুটি কমিশনার আইএএস কর্মকর্তা বাসন্তী আমার বি ভি-এর সঙ্গে যুক্ত পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে ৯ দশমিক ০৩ কোটি রুপির সম্পদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৩টি জমি,৪টি বাড়ি, ৩ একর কৃষিজমি (৭.৪ কোটি রুপি মূল্যের), ১২ লাখ রুপির গয়না এবং ৯০ লাখ রুপির যানবাহন। বাসন্তী বেঙ্গালুরু শহরতলির রেলওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বেও ছিলেন।
গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দুই দিনের ব্যবধানে ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। শুক্রবার জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
২ ঘণ্টা আগেইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল মধ্য ইউরোপের এই রাষ্ট্রটি। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লি থেকে নিউ ইয়র্ক সিটির নির্বাচনী মাঠে জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দু-বিদ্বেষী’ এবং ‘দেশবিরোধী’ হিসাবে তুলে ধরছে...
৩ ঘণ্টা আগে