Ajker Patrika

ভারতে রেকর্ড মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৩২ হাজার

ভারতে রেকর্ড মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৩২ হাজার

ভারতে করোনার সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।  দৈনিক করোনা রোগী শনাক্তের দিক দিয়ে আজ শুক্রবার নতুন রের্কড গড়েছে ভারত।   গত একদিনে দেশটিতে রেকর্ড  ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন  করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ২ হাজার ২৬৩ জন ।  এটি  দেশটিতে এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

 ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় শুক্রবার সকালে জানিয়েছে,   দেশটিতে এ পর্যন্ত  ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৯২০ জন।  দেশটিতে  এখন পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ১৫৯ জন।

 ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৩ জন।  মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৪ হাজারের বেশি।

করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরালা, কর্নাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশ। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৯৫ এবং কর্নাটকে ২৫ হাজারের বেশি। এছাড়া দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ৩০৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত