প্রতিনিধি, কলকাতা
ভারতে জ্বালানির দাম বেড়েই চলেছে। আজ বুধবার দেশটিতে বাসাবাড়ির গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ রুপি বাড়ানো হয়েছে। দাম পেট্রল-ডিজেলের দামও চড়া। বিজেপি বলছে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই মূল্যবৃদ্ধি পাচ্ছে। তবে বিজেপির এসব বক্তব্য মানতে নারাজ বিরোধীরা। সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ফলে জ্বালানির দাম বাড়িয়ে ভোটের আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার।
আজ বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জিডিপির মূল মানে হচ্ছে গ্যাস, ডিজেল এবং পেট্রলের মূল্যবৃদ্ধি। রোজই বাড়ছে।’
আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘২০১৪ সালে ইউপিএ আমলে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ রুপি, এখন ৩২ শতাংশ কমে হয়েছে ৭১ রুপি। ভারতে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ৭১ রুপি ৫০ পয়সা। এখন সেটা হয়েছে ১০১ রুপি। ডিজেল ৫৭ থেকে বেড়ে হয়েছে ৮৮ রুপি। এর জন্য বিজেপি দায়ী। পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য থেকে বিজেপি সরকার ২৩ লাখ রুপি আয় কয়েছে। সেই অর্থ কোথায় গেল?’
শুধু রাহুল গান্ধীই নন, ভারতের বিজেপি বিরোধী সব দলই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে। বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দলের পক্ষ থেকেও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানানো হয়।
জেডিইউ নেতা কে সি ত্যাগী আশঙ্কা করেন, আসন্ন পাঁচ রাজ্যের ভোটে বিজেপি বিরোধীরা জ্বালানির দামকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেবে।
ভারতে জ্বালানির দাম বেড়েই চলেছে। আজ বুধবার দেশটিতে বাসাবাড়ির গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ রুপি বাড়ানো হয়েছে। দাম পেট্রল-ডিজেলের দামও চড়া। বিজেপি বলছে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই মূল্যবৃদ্ধি পাচ্ছে। তবে বিজেপির এসব বক্তব্য মানতে নারাজ বিরোধীরা। সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ফলে জ্বালানির দাম বাড়িয়ে ভোটের আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার।
আজ বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জিডিপির মূল মানে হচ্ছে গ্যাস, ডিজেল এবং পেট্রলের মূল্যবৃদ্ধি। রোজই বাড়ছে।’
আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘২০১৪ সালে ইউপিএ আমলে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ রুপি, এখন ৩২ শতাংশ কমে হয়েছে ৭১ রুপি। ভারতে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ৭১ রুপি ৫০ পয়সা। এখন সেটা হয়েছে ১০১ রুপি। ডিজেল ৫৭ থেকে বেড়ে হয়েছে ৮৮ রুপি। এর জন্য বিজেপি দায়ী। পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য থেকে বিজেপি সরকার ২৩ লাখ রুপি আয় কয়েছে। সেই অর্থ কোথায় গেল?’
শুধু রাহুল গান্ধীই নন, ভারতের বিজেপি বিরোধী সব দলই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে। বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দলের পক্ষ থেকেও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানানো হয়।
জেডিইউ নেতা কে সি ত্যাগী আশঙ্কা করেন, আসন্ন পাঁচ রাজ্যের ভোটে বিজেপি বিরোধীরা জ্বালানির দামকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেবে।
ফ্রাবাতনাম্পু মন্দিরের প্রধান ভিক্ষু বা আবোট ছিলেন অ্যালংকট ওয়াত। ১৯৯২ সালে তিনি সেখানে এইচআইভি/এইডস আক্রান্তদের জন্য একটি নিরাময়কেন্দ্র চালু করেন এবং এই মানবিক উদ্যোগের কারণে তিনি ব্যাপক পরিচিতি পান। এই কেন্দ্রে অন্যান্য রোগীকেও আশ্রয় দেওয়া হয়, পাশাপাশি রোগীদের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থাও করা
১১ মিনিট আগেপ্রেসিডেন্টের এ নির্বাহী আদেশ জারির পরেই গত সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বিপরীত দিকে এক ব্যক্তি মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতাকা অবমাননাবিরোধী নির্বাহী আদেশের প্রতিবাদেই ওই ব্যক্তি পতাকা পোড়ান।
১৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের পণ্যের ওপর আরোপ করা শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছিলেন। আজ বুধবার (২৭ আগস্ট) থেকে এই শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের চিড় ধরেছে এবং বিগত দুই দশকে কৌশলগত অংশীদারত্বে এগোনো দেশ দুটির মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি
২ ঘণ্টা আগেচীন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংকে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অন্তর্ভুক্ত করার আমন্ত্রণ দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে