কলকাতা প্রতিনিধি
ভারতে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হয়েছে অনেক আগেই। তবে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হলেও মুসলিম ধর্মাবলম্বীদের তালাক-ই-হাসান নিয়ে আপাতত কোনো আপত্তি নেই দেশটির সর্বোচ্চ আদালতের। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তালাক সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তালাক-ই-হাসান প্রাথমিক বিচারে তাঁদের কাছে মোটেই আপত্তিজনক বলে মনে হয়নি।
আদালত এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। এই বিষয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পরে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৯ আগস্ট। তালাক-ই-হাসান হলো সাধারণভাবে এক মাস পরপর তালাক উচ্চারণ করা। এর ফলে ৯০ দিনে তিনবার তালাক উচ্চারণের পর স্বামী-স্ত্রী পরস্পরের জন্য হারাম হয়ে যাবে।
এর আগে, মুসলিম নারীদের জন্য তালাক-ই-হাসানের মতো আইন বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংবাদিক বেনজির হিনা। তাঁর মতে, বিবাহ বিচ্ছেদের এই প্রথা নারীদের অধিকার খর্ব করে। সেই সঙ্গে তিনি তালাকের এই বিধানকে ইসলাম এবং ভারতীয় সংবিধান উভয়েরই বিরোধী বলেও তিনি সর্বোচ্চ আদালতের কাছে আরজি পেশ করেন। কিন্তু এদিন বিচারপতি সঞ্জয়কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দরেশ মন্তব্য করেছেন তালাক-ই-হাসান তিন তালাকের মতো আপত্তিকর নয়।
এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে আদালত নারীদের তালাক দেওয়ার অধিকারের প্রসঙ্গে ‘খুলা তালাক’ প্রথারও উল্লেখ করেন। উল্লেখ্য, ‘খুলা তালাক’ প্রথায় নারীরা বিয়েতে পাওয়া বরের বাড়ির সমস্ত দেনা পাওনা পরিশোধ করে স্বামীর কাছে বিচ্ছেদ চাইতে পারেন।
ভারতে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হয়েছে অনেক আগেই। তবে তিন তালাক নিষিদ্ধ ঘোষিত হলেও মুসলিম ধর্মাবলম্বীদের তালাক-ই-হাসান নিয়ে আপাতত কোনো আপত্তি নেই দেশটির সর্বোচ্চ আদালতের। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তালাক সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তালাক-ই-হাসান প্রাথমিক বিচারে তাঁদের কাছে মোটেই আপত্তিজনক বলে মনে হয়নি।
আদালত এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। এই বিষয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পরে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৯ আগস্ট। তালাক-ই-হাসান হলো সাধারণভাবে এক মাস পরপর তালাক উচ্চারণ করা। এর ফলে ৯০ দিনে তিনবার তালাক উচ্চারণের পর স্বামী-স্ত্রী পরস্পরের জন্য হারাম হয়ে যাবে।
এর আগে, মুসলিম নারীদের জন্য তালাক-ই-হাসানের মতো আইন বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংবাদিক বেনজির হিনা। তাঁর মতে, বিবাহ বিচ্ছেদের এই প্রথা নারীদের অধিকার খর্ব করে। সেই সঙ্গে তিনি তালাকের এই বিধানকে ইসলাম এবং ভারতীয় সংবিধান উভয়েরই বিরোধী বলেও তিনি সর্বোচ্চ আদালতের কাছে আরজি পেশ করেন। কিন্তু এদিন বিচারপতি সঞ্জয়কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দরেশ মন্তব্য করেছেন তালাক-ই-হাসান তিন তালাকের মতো আপত্তিকর নয়।
এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে আদালত নারীদের তালাক দেওয়ার অধিকারের প্রসঙ্গে ‘খুলা তালাক’ প্রথারও উল্লেখ করেন। উল্লেখ্য, ‘খুলা তালাক’ প্রথায় নারীরা বিয়েতে পাওয়া বরের বাড়ির সমস্ত দেনা পাওনা পরিশোধ করে স্বামীর কাছে বিচ্ছেদ চাইতে পারেন।
জার্মান প্রসিকিউটরেরা জানিয়েছেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিককে ইতালিতে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েক মাস পর বাল্টিক সাগরের নিচে এই পাইপলাইনে বিস্ফোরণ ঘটে, যা ইউরোপের জ্বালানি সংকটকে আরও গভীর করে তোলে।
৮ মিনিট আগে২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর দল পিটিআইয়ের সমর্থকেরা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা শুরু করেন। বিক্ষোভকারীরা সামরিক স্থাপনা ও রাষ্ট্রীয় ভবন ভাঙচুর করেন এবং লাহোর কোর কমান্ডারের বাসভবনেও হামলা চালান।
২৩ মিনিট আগে২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন অভিনেতা বিজয়। এ বক্তব্যে তিনি কিছু রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতীকী বার্তা দিয়েছেন। বিজয় বলেছেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি।...
১ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিব্বতে একটি বিরল ও অঘোষিত সফরে অংশ নিয়েছেন। গতকাল বুধবার রাজধানী লাসায় পৌঁছে তিনি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। এবারই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট তিব্বতে সরাসরি এমন আয়োজনে যোগ দিলেন।
১ ঘণ্টা আগে