আজকের পত্রিকা ডেস্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যে কয়েক সপ্তাহ ধরে ভাষা ও পরিচয় ঘিরে উত্তেজনা চলছে, যা সম্প্রতি সহিংসতায় রূপ নিয়েছে। চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্র সরকার রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে পড়ানো বাধ্যতামূলক করলে এই উত্তেজনার সূত্রপাত হয়। এর আগে এসব বিদ্যালয়ে মারাঠি ও ইংরেজি পড়ানো হতো।
ভারত সরকার জানিয়েছে, নতুন সিদ্ধান্তটি জাতীয় শিক্ষানীতির (এনইপি) নির্দেশনা অনুযায়ী আরোপ করা হয়েছে। এনইপি তিনটি ভাষা শেখানো বাধ্যতামূলক করেছে।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের সুশীল সমাজ ও বিরোধী নেতারা। এমনকি সেখানে ভাষা নিয়ে আন্দোলনেরও সূত্রপাত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে।
ভাষা ভারতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কারণ, স্বাধীনতার পর সেখানে অনেক রাজ্য ভাষাভিত্তিক বিভাজনের মাধ্যমে গঠিত হয়েছে। স্থানীয় ভাষার সঙ্গে মানুষের সাংস্কৃতিক পরিচয় ও আত্মমর্যাদা গভীরভাবে যুক্ত। তাই হিন্দিকে চাপিয়ে দেওয়ার উদ্যোগকে অনেকে হুমকি হিসেবে দেখছেন।
বিশেষ করে, হিন্দি ভাষা নিয়ে আপত্তি তীব্র। কারণ, এটি মূলত উত্তর ও মধ্য ভারতের ভাষা। তাই বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের হিন্দি প্রচারের উদ্যোগগুলো দক্ষিণ ও পশ্চিম ভারতের অ-হিন্দিভাষী রাজ্যগুলোতে শঙ্কা সৃষ্টি করেছে। এসব অঞ্চলের মানুষ ভাবছেন, এতে তাঁদের স্থানীয় সংস্কৃতি ও ভাষার অস্তিত্ব বিপন্ন হবে। মহারাষ্ট্রসহ উন্নত রাজ্যগুলোতে কর্মসংস্থানের জন্য হিন্দিভাষী রাজ্যগুলো থেকে অভিবাসন বেড়ে যাওয়ায় এই শঙ্কা আরও বেড়েছে।
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ভাষানির্ভর রাজনীতির উত্তেজনা বাড়ে। বিজেপির শীর্ষ নেতারা প্রায়ই হিন্দিকে অগ্রাধিকার দেওয়ার বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্তটি স্থগিত করে এবং বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে। তারপরও বিরোধ থামেনি।
এই উত্তেজনার মধ্যেই মহারাষ্ট্রে আসন্ন পৌরসভা নির্বাচন; বিশেষ করে, ভারতের সবচেয়ে ধনী নগর সংস্থা মুম্বাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে কিছুদিনের মধ্যে। ফলে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দোষারোপ করছে।
তবে উদ্বেগের বিষয় হলো, ভাষা নিয়ে সহিংস ঘটনাও ঘটছে। এপ্রিল মাসে মহারাষ্ট্রের থানে জেলায় দুই নারীকে আক্রমণ করা হয়। কারণ, তাঁরা একজন মারাঠি ভাষাভাষীর সঙ্গে ইংরেজিতে কথা বলেছিলেন। একই সময়ে মুম্বাইয়ে এক নিরাপত্তারক্ষী মারাঠি না জানায় মারধরের শিকার হন। গত মে মাসে এক দম্পতি মারাঠিতে কথা না বলায় ডেলিভারি বয়কে টাকা দেননি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক দোকানদারকে মারাঠি না বলায় মারধর করা হচ্ছে।
বিশ্লেষকেরা মনে করছেন, ভাষাভিত্তিক আবেগ সামনের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। যদিও অনেকে মনে করেন, এজাতীয় রাজনীতি দীর্ঘ মেয়াদে জনগণের আস্থা হারাবে।
ভারতীয় রাজনীতি পর্যবেক্ষক প্রশান্ত দীক্ষিত বলেন, মানুষ প্রকৃত উন্নয়ন, চাকরি ও নীতিগত পরিবর্তন চায়। ভাষার নামে হিংসা কেবল বিভাজন বাড়ায়, যা মহারাষ্ট্রের মতো শিল্পোন্নত রাজ্যে কাম্য নয়।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে কয়েক সপ্তাহ ধরে ভাষা ও পরিচয় ঘিরে উত্তেজনা চলছে, যা সম্প্রতি সহিংসতায় রূপ নিয়েছে। চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্র সরকার রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে পড়ানো বাধ্যতামূলক করলে এই উত্তেজনার সূত্রপাত হয়। এর আগে এসব বিদ্যালয়ে মারাঠি ও ইংরেজি পড়ানো হতো।
ভারত সরকার জানিয়েছে, নতুন সিদ্ধান্তটি জাতীয় শিক্ষানীতির (এনইপি) নির্দেশনা অনুযায়ী আরোপ করা হয়েছে। এনইপি তিনটি ভাষা শেখানো বাধ্যতামূলক করেছে।
আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের সুশীল সমাজ ও বিরোধী নেতারা। এমনকি সেখানে ভাষা নিয়ে আন্দোলনেরও সূত্রপাত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে।
ভাষা ভারতে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কারণ, স্বাধীনতার পর সেখানে অনেক রাজ্য ভাষাভিত্তিক বিভাজনের মাধ্যমে গঠিত হয়েছে। স্থানীয় ভাষার সঙ্গে মানুষের সাংস্কৃতিক পরিচয় ও আত্মমর্যাদা গভীরভাবে যুক্ত। তাই হিন্দিকে চাপিয়ে দেওয়ার উদ্যোগকে অনেকে হুমকি হিসেবে দেখছেন।
বিশেষ করে, হিন্দি ভাষা নিয়ে আপত্তি তীব্র। কারণ, এটি মূলত উত্তর ও মধ্য ভারতের ভাষা। তাই বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের হিন্দি প্রচারের উদ্যোগগুলো দক্ষিণ ও পশ্চিম ভারতের অ-হিন্দিভাষী রাজ্যগুলোতে শঙ্কা সৃষ্টি করেছে। এসব অঞ্চলের মানুষ ভাবছেন, এতে তাঁদের স্থানীয় সংস্কৃতি ও ভাষার অস্তিত্ব বিপন্ন হবে। মহারাষ্ট্রসহ উন্নত রাজ্যগুলোতে কর্মসংস্থানের জন্য হিন্দিভাষী রাজ্যগুলো থেকে অভিবাসন বেড়ে যাওয়ায় এই শঙ্কা আরও বেড়েছে।
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ভাষানির্ভর রাজনীতির উত্তেজনা বাড়ে। বিজেপির শীর্ষ নেতারা প্রায়ই হিন্দিকে অগ্রাধিকার দেওয়ার বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্তটি স্থগিত করে এবং বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে। তারপরও বিরোধ থামেনি।
এই উত্তেজনার মধ্যেই মহারাষ্ট্রে আসন্ন পৌরসভা নির্বাচন; বিশেষ করে, ভারতের সবচেয়ে ধনী নগর সংস্থা মুম্বাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে কিছুদিনের মধ্যে। ফলে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দোষারোপ করছে।
তবে উদ্বেগের বিষয় হলো, ভাষা নিয়ে সহিংস ঘটনাও ঘটছে। এপ্রিল মাসে মহারাষ্ট্রের থানে জেলায় দুই নারীকে আক্রমণ করা হয়। কারণ, তাঁরা একজন মারাঠি ভাষাভাষীর সঙ্গে ইংরেজিতে কথা বলেছিলেন। একই সময়ে মুম্বাইয়ে এক নিরাপত্তারক্ষী মারাঠি না জানায় মারধরের শিকার হন। গত মে মাসে এক দম্পতি মারাঠিতে কথা না বলায় ডেলিভারি বয়কে টাকা দেননি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক দোকানদারকে মারাঠি না বলায় মারধর করা হচ্ছে।
বিশ্লেষকেরা মনে করছেন, ভাষাভিত্তিক আবেগ সামনের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। যদিও অনেকে মনে করেন, এজাতীয় রাজনীতি দীর্ঘ মেয়াদে জনগণের আস্থা হারাবে।
ভারতীয় রাজনীতি পর্যবেক্ষক প্রশান্ত দীক্ষিত বলেন, মানুষ প্রকৃত উন্নয়ন, চাকরি ও নীতিগত পরিবর্তন চায়। ভাষার নামে হিংসা কেবল বিভাজন বাড়ায়, যা মহারাষ্ট্রের মতো শিল্পোন্নত রাজ্যে কাম্য নয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তাহলে তাঁকে গাজার যুদ্ধ থামাতে হবে। গতকাল মঙ্গলবার এমন মন্তব্যই করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২১ মিনিট আগেগাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজবহরে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাতে সুমুদ ফ্লোটিলার আশপাশে ১১টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এখনো জাহাজগুলোর ওপর ইসরায়েলি ড্রোন উড়ছে বলে জানিয়েছেন জাহাজে থাকা অধিকার কর্মীরা।
২৭ মিনিট আগেজাতিসংঘের ৮০ তম সাধারণ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে জড়ো হয়েছেন। সেখানে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। আর সেখানেই তাঁর সঙ্গে ঘটেছে এক বিব্রতকর, তবে মজাদার ঘটনা। জাতিসংঘ কার্যালয় থেকে বেরিয়ে মাখোঁ ফরাসি কনস্যুলেটের দিকে যেতে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়িয়েছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এইচ-১বি ভিসা সীমিত করার নির্দেশে স্বাক্ষর করেছেন। সেই নির্দেশে স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসা কর্মসূচির বিধি সংশোধনের প্রস্তাব দিয়েছে।
২ ঘণ্টা আগে