Ajker Patrika

অবসরের তিন মাস আগে ভারতের প্রধান বিচারপতি হলেন উদয় ললিত

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২৩: ২৬
অবসরের তিন মাস আগে ভারতের প্রধান বিচারপতি হলেন উদয় ললিত

ভারতের নতুন প্রধান বিচারপতি হয়েছেন উদয় উমেশ ললিত। মাত্র তিন মাসের জন্য ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার দেশটির রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

এ সময় উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানাসহ আরও অনেকে। 

বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি। আগামী ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। খুব অল্প সময়ের জন্য প্রধান বিচারপতি নিযুক্ত হলেও আইন পেশায় তাঁর পথ চলার পথ ছিল খুবই মসৃণ। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যাত্রা শুরু করে সেখান থেকে সরাসরি সুপ্রিম কোর্টেরই বিচারপতি নির্বাচিত হন তিনি। সেখান থেকে শনিবার ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ললিত। 

এদিকে, ভারতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা বলেছেন, আদালতে চিৎকার করে কোনো লাভ হয় না বরং বিরক্তি বাড়ে। তাই যুক্তি দিয়ে সকলকে নিজেদের বক্তব্য পেশ করা উচিত। গতকাল শুক্রবার এনভি রামানা এই পরামর্শ দেন। 

শুক্রবার তাঁর শেষ কার্যদিবসে তাঁর সম্মানার্থে প্রথমবারের মতো ভারতীয় সুপ্রিম কোর্টে মামলার শুনানির সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ছিল প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনার অনুষ্ঠানও। সেখানেই তিনি আদালতের পবিত্রতা রক্ষার কথা স্মরণ করিয়ে এসব কথা বলেন। প্রথামাফিক এ দিন তিনি বিচারপতি রামানার ডিভিশন বেঞ্চে ছিলেন। সঙ্গে ছিলেন বিচারপতি হিমা কোহলি। তাঁদের ডিভিশন বেঞ্চে নির্বাচনে রাজনৈতিক দলগুলো দান খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে শুনানি হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত