কলকাতা প্রতিনিধি
ভারতের নতুন প্রধান বিচারপতি হয়েছেন উদয় উমেশ ললিত। মাত্র তিন মাসের জন্য ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার দেশটির রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানাসহ আরও অনেকে।
বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি। আগামী ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। খুব অল্প সময়ের জন্য প্রধান বিচারপতি নিযুক্ত হলেও আইন পেশায় তাঁর পথ চলার পথ ছিল খুবই মসৃণ। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যাত্রা শুরু করে সেখান থেকে সরাসরি সুপ্রিম কোর্টেরই বিচারপতি নির্বাচিত হন তিনি। সেখান থেকে শনিবার ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ললিত।
এদিকে, ভারতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা বলেছেন, আদালতে চিৎকার করে কোনো লাভ হয় না বরং বিরক্তি বাড়ে। তাই যুক্তি দিয়ে সকলকে নিজেদের বক্তব্য পেশ করা উচিত। গতকাল শুক্রবার এনভি রামানা এই পরামর্শ দেন।
শুক্রবার তাঁর শেষ কার্যদিবসে তাঁর সম্মানার্থে প্রথমবারের মতো ভারতীয় সুপ্রিম কোর্টে মামলার শুনানির সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ছিল প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনার অনুষ্ঠানও। সেখানেই তিনি আদালতের পবিত্রতা রক্ষার কথা স্মরণ করিয়ে এসব কথা বলেন। প্রথামাফিক এ দিন তিনি বিচারপতি রামানার ডিভিশন বেঞ্চে ছিলেন। সঙ্গে ছিলেন বিচারপতি হিমা কোহলি। তাঁদের ডিভিশন বেঞ্চে নির্বাচনে রাজনৈতিক দলগুলো দান খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে শুনানি হয়।
ভারতের নতুন প্রধান বিচারপতি হয়েছেন উদয় উমেশ ললিত। মাত্র তিন মাসের জন্য ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন তিনি। স্থানীয় সময় আজ শনিবার দেশটির রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানাসহ আরও অনেকে।
বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি। আগামী ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। খুব অল্প সময়ের জন্য প্রধান বিচারপতি নিযুক্ত হলেও আইন পেশায় তাঁর পথ চলার পথ ছিল খুবই মসৃণ। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যাত্রা শুরু করে সেখান থেকে সরাসরি সুপ্রিম কোর্টেরই বিচারপতি নির্বাচিত হন তিনি। সেখান থেকে শনিবার ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ললিত।
এদিকে, ভারতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানা বলেছেন, আদালতে চিৎকার করে কোনো লাভ হয় না বরং বিরক্তি বাড়ে। তাই যুক্তি দিয়ে সকলকে নিজেদের বক্তব্য পেশ করা উচিত। গতকাল শুক্রবার এনভি রামানা এই পরামর্শ দেন।
শুক্রবার তাঁর শেষ কার্যদিবসে তাঁর সম্মানার্থে প্রথমবারের মতো ভারতীয় সুপ্রিম কোর্টে মামলার শুনানির সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত করা হয়। এ দিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলাও ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ছিল প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনার অনুষ্ঠানও। সেখানেই তিনি আদালতের পবিত্রতা রক্ষার কথা স্মরণ করিয়ে এসব কথা বলেন। প্রথামাফিক এ দিন তিনি বিচারপতি রামানার ডিভিশন বেঞ্চে ছিলেন। সঙ্গে ছিলেন বিচারপতি হিমা কোহলি। তাঁদের ডিভিশন বেঞ্চে নির্বাচনে রাজনৈতিক দলগুলো দান খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে শুনানি হয়।
মহারাষ্ট্রের বাণিজ্য নগরী মুম্বাই আবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। টানা বর্ষণে শহর কার্যত থমকে গিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সান্তাক্রুজ এলাকায় ৯৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ২০০৫ সালের ভয়াবহ মুম্বাই বন্যার স্মৃতি ফিরিয়ে এনেছে।
২০ মিনিট আগেআহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু বাংলায় কথা বলার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।
১ ঘণ্টা আগেইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
২ ঘণ্টা আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
২ ঘণ্টা আগে