Ajker Patrika

পাকিস্তানের জয়ে উল্লাস করায় কাশ্মীরের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার 

পাকিস্তানের জয়ে উল্লাস করায় কাশ্মীরের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদ্‌যাপন করায় উত্তর প্রদেশের আগ্রা থেকে তিন কাশ্মীরি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ নিয়ে আজ বৃহস্পতিবার সকালে একটি টুইট বার্তায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যারা গ্রেপ্তার হয়েছেন তাঁদেরকে রাষ্ট্রদোহের মামলা করা হবে। 

 এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া তিনজনই আগ্রার রাজা বলওয়ান্ত সিং কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। আরশিদ ইউসুফ এবং ইনায়াত আলতাফ শেখ কলেজের তৃতীয় বর্ষের এবং শওকত আহমেদ গানাই চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁদের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা এবং সাইবার-সন্ত্রাস প্রচারের অভিযোগ আনা হয়েছে। 

এই গ্রেপ্তারের ঘটনার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। একটি টুইট বার্তায় তিনি বলেন, দুই বছরের দমন-পীড়নের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতিতে ভারত সরকারের চোখ খোলা রাখা এবং সংশোধন হওয়া উচিত। 

এরই মধ্যে গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থীদের বহিষ্কার করেছে রাজা বলওয়ান্ত সিং কলেজ কর্তৃপক্ষ। এদিকে পাকিস্তানের জয়ের ঘটনায় উল্লাস করায় উত্তর প্রদেশে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বেরেলি থেকে ও একজনকে লক্ষ্ণৌ থেকে গ্রেপ্তার করা হয়। 
 
এদিকে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাজস্থানের উদয়পুরের স্কুল শিক্ষিকা নাফিসা আটারিও চাকরি হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত