Ajker Patrika

ভারতে করোনাসংক্রান্ত বিধিনিষেধ উঠছে ১ এপ্রিল

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫: ৪৮
ভারতে করোনাসংক্রান্ত বিধিনিষেধ উঠছে ১ এপ্রিল

ভারতে কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। ৩১ মার্চের পর আর কোনো বিধিনিষেধ থাকবে না। নতুন করে আর বিধিনিষেধ জারি হচ্ছে না জানিয়ে রাজ্যগুলোকে চিঠি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। 

করোনাসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার নিয়ম অবশ্য থাকবে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা মেনে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। 

স্বরাষ্ট্রসচিবের চিঠিতে আরও বলা হয়েছে, ভারতে কোভিড পরিস্থিতির অনেকখানিই উন্নতি হয়েছে। তা ছাড়া গত দুই বছরে পরিকাঠামোরও উন্নতি হয়েছে ঢের। দেশটির সরকারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭৯ কোটি মানুষ কোভিডের পূর্ণাঙ্গ ডোজ টিকা পেয়েছে। 

নতুন করে বিধিনিষেধ আর জারি না হওয়ার কারণে আগামী ১ এপ্রিল থেকে ভারতে কোভিড বিধিনিষেধ থাকছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত