Ajker Patrika

যোগীকে বাবা সিদ্দিকির মতো হত্যার হুমকি, মুসলিম তরুণী আটক

যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত
যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রোববার ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে বলে যোগীকে একটি বার্তা পাঠিয়েছিলেন ওই তরুণী। আগামী ১০ দিনের মধ্যে যোগীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে বলেও সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি।

ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত তরুণীর ফোন নম্বর থেকেই যোগীকে হুমকির বার্তা দেওয়া হয়েছিল। গ্রেপ্তার হওয়া ওই তরুণীর নাম ফতিমা খান। উচ্চ শিক্ষিত এই তরুণীর বয়স ২৪ বছর। তবে মানসিকভাবে অসুস্থ তিনি।

পুলিশ আরও জানিয়েছে, মহারাষ্ট্রের ঠাণ অঞ্চলের উল্লাসনগরের বাসিন্দা ফতিমা। পড়াশোনা করেছেন তথ্যপ্রযুক্তি নিয়ে। গত শনিবার সন্ধ্যায় মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে যোগীর উদ্দেশে হুমকি বার্তাটি প্রবেশ করে।

গত কয়েক দিন ধরেই মুম্বাই পুলিশের ট্রাফিক বিভাগের কাছে লাগাতার হুমকি বার্তা আসছে। এসব হুমকির অধিকাংশই সালমানের উদ্দেশে পাঠানো। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় দায়স্বীকার করা বিষ্ণোই গ্যাংই সালমানকে হত্যার হুমকি প্রদান করছে। মোটা অঙ্কের টাকা মুক্তিপণ না দিলে তাঁকে হত্যা করা হবে বলে বার্তা পাঠানো হচ্ছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে বাবা সিদ্দিকির ছেলে মহারাষ্ট্রের বিধায়ক জিশান সিদ্দিকিকেও। সেই ধারাবাহিকতায় এবার যোগীকেও হুমকি দেওয়া হয়েছে। যোগীকে হুমকি দেওয়ার পর এ নিয়ে শুরু হয় শোরগোল। পরে তাঁর নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, শুরু হয় তদন্ত।

এর আগে গত ১২ অক্টোবর গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে। ছেলে ও মহারাষ্ট্রের বর্তমান বিধায়ক জিশানের দপ্তরের সামনেই এই খুনের ঘটনা ঘটে। পরে গুজরাটের সবরমতী কারাগারে বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সেই খুনের দায় স্বীকার করে। বাবা সিদ্দিকি সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। কৃষ্ণসার হরিণ শিকারের সূত্র ধরে সালমান খানও ওই গ্যাংয়ের নিশানায় রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত