‘মোদি নামের লোকেরা চোর হয় কেন’—এমন মন্তব্যে মানহানির দায়ে দণ্ডিত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি স্থগিত করেছে ভারতের সর্বোচ্চ আদালত।
একই সঙ্গে মামলার বাদী বিজেপির সংসদ সদস্য পুর্নেশ মোদিকে তলব করেছে আদালত। তাঁকে আগামী ৪ আগস্ট পরবর্তী শুনানির দিন হাজির হতে হবে।
রাহুল গান্ধী নির্বাচন করতে পারবে কি না—ওই দিন সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এক নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্য করায় মানহানির দায়ে রাহুলের দুই বছরের কারাদণ্ড হয়। নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে করা আপিল চলতি মাসের শুরুতে গুজরাটের হাইকোর্ট খারিজ করে দেন।
দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী লোকসভার সদস্য পদ হারিয়েছেন রাহুল। কারণ, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, কোনো মামলায় দুই বছর বা তার বেশি মেয়াদে কেউ দণ্ডিত হলে তাঁর লোকসভার সদস্য পদ থাকবে না। তবে, সর্বোচ্চ আদালতের রায় রাহুলের পক্ষে গেলে তিনি তা ফিরে পাবেন।
আদালতের রায়ে রাহুল পদ হারালেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষমতাসীন দল বিজেপি এই রায়ের পেছনে প্রভাব খাটিয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। তবে, অভিযোগ অস্বীকার করে বিজেপি বলছে, যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই রায় হয়েছে।
২০১৯ সালে কর্ণাটকে রাজনৈতিক প্রচারণায় গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘সব চোরের ডাক নাম মোদি হয় কেন? নিরব মোদি, লোলিত মোদি, নরেদ্র মোদি।’ এই মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়।
ভারতীয় হীরা ব্যবসায়ী নিরব মোদি ভারতে সাজাপ্রাপ্ত হয়ে এখন পলাতক রয়েছেন। আর ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক প্রধান। দুর্নীতির জন্য তিনি ভারতীয় ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ।
মানহানির মামলায় পুর্নেশ মোদি অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর মন্তব্য পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন। যদিও মোদি নাম দিয়ে কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা জাতি বুঝায় না। রাজস্থান, গুজরাট, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশের লোকেরা এই নাম ব্যবহার করে।
তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন রাহুল গান্ধী। তাঁর ভাষ্য, ‘আমি শুধু দুর্নীতির মারাত্মক পরিস্থিতি বোঝাতে ওই শব্দ ব্যবহার করেছি, কোনো সম্প্রদায়কে আঘাত করতে নয়।’
রায়ের বিরুদ্ধে আপিলের জন্য রাহুল সাজা স্থগিতের আবেদন করলে নিম্ন আদালত তাঁকে জামিন দেন। সর্বোচ্চ আদালত পর্যন্ত সমস্ত আইনি পদক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এখন যদি রায় স্থগিত হয়, তাহলে তিনি লোকসভার সদস্যপদ ফিরে পাবেন।
‘মোদি নামের লোকেরা চোর হয় কেন’—এমন মন্তব্যে মানহানির দায়ে দণ্ডিত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি স্থগিত করেছে ভারতের সর্বোচ্চ আদালত।
একই সঙ্গে মামলার বাদী বিজেপির সংসদ সদস্য পুর্নেশ মোদিকে তলব করেছে আদালত। তাঁকে আগামী ৪ আগস্ট পরবর্তী শুনানির দিন হাজির হতে হবে।
রাহুল গান্ধী নির্বাচন করতে পারবে কি না—ওই দিন সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এক নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্য করায় মানহানির দায়ে রাহুলের দুই বছরের কারাদণ্ড হয়। নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে করা আপিল চলতি মাসের শুরুতে গুজরাটের হাইকোর্ট খারিজ করে দেন।
দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী লোকসভার সদস্য পদ হারিয়েছেন রাহুল। কারণ, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, কোনো মামলায় দুই বছর বা তার বেশি মেয়াদে কেউ দণ্ডিত হলে তাঁর লোকসভার সদস্য পদ থাকবে না। তবে, সর্বোচ্চ আদালতের রায় রাহুলের পক্ষে গেলে তিনি তা ফিরে পাবেন।
আদালতের রায়ে রাহুল পদ হারালেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ক্ষমতাসীন দল বিজেপি এই রায়ের পেছনে প্রভাব খাটিয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। তবে, অভিযোগ অস্বীকার করে বিজেপি বলছে, যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই রায় হয়েছে।
২০১৯ সালে কর্ণাটকে রাজনৈতিক প্রচারণায় গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘সব চোরের ডাক নাম মোদি হয় কেন? নিরব মোদি, লোলিত মোদি, নরেদ্র মোদি।’ এই মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়।
ভারতীয় হীরা ব্যবসায়ী নিরব মোদি ভারতে সাজাপ্রাপ্ত হয়ে এখন পলাতক রয়েছেন। আর ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক প্রধান। দুর্নীতির জন্য তিনি ভারতীয় ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ।
মানহানির মামলায় পুর্নেশ মোদি অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর মন্তব্য পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন। যদিও মোদি নাম দিয়ে কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা জাতি বুঝায় না। রাজস্থান, গুজরাট, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশের লোকেরা এই নাম ব্যবহার করে।
তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন রাহুল গান্ধী। তাঁর ভাষ্য, ‘আমি শুধু দুর্নীতির মারাত্মক পরিস্থিতি বোঝাতে ওই শব্দ ব্যবহার করেছি, কোনো সম্প্রদায়কে আঘাত করতে নয়।’
রায়ের বিরুদ্ধে আপিলের জন্য রাহুল সাজা স্থগিতের আবেদন করলে নিম্ন আদালত তাঁকে জামিন দেন। সর্বোচ্চ আদালত পর্যন্ত সমস্ত আইনি পদক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এখন যদি রায় স্থগিত হয়, তাহলে তিনি লোকসভার সদস্যপদ ফিরে পাবেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তাঁর দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
৪ ঘণ্টা আগে