প্রতিনিধি, কলকাতা
তৃতীয় দফার ভোটের আগে আরও জমজমাট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার। হেলিকপ্টারে চেপে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন উভয় পক্ষের নেতারা।
বিজেপি প্রার্থীদের হয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি জনসভা করেছেন। কম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি সভা করেছেন চারটি। এ ছাড়া অন্যান্য তারকা প্রচারকেরা তো রয়েছেনই।
এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে সব জায়গাতেই উঠে আসছে ‘খেলা হবে’ কথাটি। মোদি ও মমতা দুজনের মুখেই, ‘খেলা হবে’। আজও শোনা গেল—খেলা হবে! তবে দু-পক্ষের খেলা দু রকমের। তৃণমূল ও বিজেপির প্রচারের আলোয় বাম-কংগ্রেস জুটি অবশ্য অনেকটাই পেছনে পড়ে গেছে।
প্রথম দু-দফার ভোটপর্ব শেষ হয়েছে। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ কেন্দ্রে ভোট হচ্ছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট হয়ে গেছে। শেষ দফার ভোট ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে আগামী ২ মে।
এরই মধ্যে ভোট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র নন্দীগ্রামেও। এবার সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন তৃণমূলেরই দলত্যাগী নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে।
নন্দীগ্রামে ভোটপর্ব শেষ হলেও বাকি আসনের জন্য প্রচারের ঝড় তুলছেন মমতা। তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি। বিজেপি বহিরাগত সন্ত্রাসীদের এনে রাজ্য দখল করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
বসে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও মমতার বক্তব্যের জবাব দিচ্ছেন। হরিপাল ও সোনারপুরের সভা থেকে সুর করে, মমতাকে ‘দি-দি’ বলে সম্বোধন করে কটাক্ষ করে মোদি বলেন, ‘বাংলার দই-মিষ্টির স্বাদই আলাদা। এত তিক্ততা কোথা থেকে পান দিদি?’
আমফানের সময় কেন্দ্র থেকে পাঠানো টাকা তৃণমূল লুট করেছে অভিযোগ তুলে মোদি বলেন, ‘দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না।’
পাল্টা আক্রমণে ভুল করেননি মমতাও। তাঁর বক্তব্য, বিজেপি মিথ্যা কথা বলছে। ছদ্মবেশী ধার্মিক পেছন থেকে ছুরি মারে। তাঁর সাফকথা, ‘বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও।’ বিভাজন ঘটাতে চাইছে বাংলার, এ দাবীও করেন তিনি।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার সেখানে শেষ দফায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে ৮৬টি কেন্দ্রে ভোট হয়ে গেছে।
আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ, আসাম ছাড়াও তামিলনাডু, কেরালা ও পণ্ডীচেরিতেও ভোট হবে। এই তিন রাজ্যে এক দফাতেই ভোট হচ্ছে। পাঁচ রাজ্যের এবারের বিধানসভা ভোট ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভোটেই প্রমাণ হবে, বিজেপির মোদি-ম্যাজিক কতটা কাজ করছে ভারতের রাজনীতিতে।
বামদের কাছে এখন চ্যালেঞ্জ, একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় সরকার ধরে রাখা। তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখা অস্তিত্বের লড়াই, তেমনি কংগ্রেসের উত্তর–পূর্বাঞ্চলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নির্ভর করছে আসামের ওপরই। তাই গোটা দেশের নজর এই পাঁচ রাজ্যে।
তৃতীয় দফার ভোটের আগে আরও জমজমাট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার। হেলিকপ্টারে চেপে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন উভয় পক্ষের নেতারা।
বিজেপি প্রার্থীদের হয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুটি জনসভা করেছেন। কম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি সভা করেছেন চারটি। এ ছাড়া অন্যান্য তারকা প্রচারকেরা তো রয়েছেনই।
এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে সব জায়গাতেই উঠে আসছে ‘খেলা হবে’ কথাটি। মোদি ও মমতা দুজনের মুখেই, ‘খেলা হবে’। আজও শোনা গেল—খেলা হবে! তবে দু-পক্ষের খেলা দু রকমের। তৃণমূল ও বিজেপির প্রচারের আলোয় বাম-কংগ্রেস জুটি অবশ্য অনেকটাই পেছনে পড়ে গেছে।
প্রথম দু-দফার ভোটপর্ব শেষ হয়েছে। তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ কেন্দ্রে ভোট হচ্ছে। রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৬০টিতে ভোট হয়ে গেছে। শেষ দফার ভোট ২৯ এপ্রিল। আর ভোট গণনা হবে আগামী ২ মে।
এরই মধ্যে ভোট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র নন্দীগ্রামেও। এবার সেখানে তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন তৃণমূলেরই দলত্যাগী নেতা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে।
নন্দীগ্রামে ভোটপর্ব শেষ হলেও বাকি আসনের জন্য প্রচারের ঝড় তুলছেন মমতা। তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি। বিজেপি বহিরাগত সন্ত্রাসীদের এনে রাজ্য দখল করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
বসে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও মমতার বক্তব্যের জবাব দিচ্ছেন। হরিপাল ও সোনারপুরের সভা থেকে সুর করে, মমতাকে ‘দি-দি’ বলে সম্বোধন করে কটাক্ষ করে মোদি বলেন, ‘বাংলার দই-মিষ্টির স্বাদই আলাদা। এত তিক্ততা কোথা থেকে পান দিদি?’
আমফানের সময় কেন্দ্র থেকে পাঠানো টাকা তৃণমূল লুট করেছে অভিযোগ তুলে মোদি বলেন, ‘দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না।’
পাল্টা আক্রমণে ভুল করেননি মমতাও। তাঁর বক্তব্য, বিজেপি মিথ্যা কথা বলছে। ছদ্মবেশী ধার্মিক পেছন থেকে ছুরি মারে। তাঁর সাফকথা, ‘বিজেপি চাইছে বাংলাকে ভাগ করে নাও, দখল করে নাও।’ বিভাজন ঘটাতে চাইছে বাংলার, এ দাবীও করেন তিনি।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার সেখানে শেষ দফায় ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরই মধ্যে ৮৬টি কেন্দ্রে ভোট হয়ে গেছে।
আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ, আসাম ছাড়াও তামিলনাডু, কেরালা ও পণ্ডীচেরিতেও ভোট হবে। এই তিন রাজ্যে এক দফাতেই ভোট হচ্ছে। পাঁচ রাজ্যের এবারের বিধানসভা ভোট ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভোটেই প্রমাণ হবে, বিজেপির মোদি-ম্যাজিক কতটা কাজ করছে ভারতের রাজনীতিতে।
বামদের কাছে এখন চ্যালেঞ্জ, একমাত্র বামশাসিত রাজ্য কেরালায় সরকার ধরে রাখা। তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখা অস্তিত্বের লড়াই, তেমনি কংগ্রেসের উত্তর–পূর্বাঞ্চলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নির্ভর করছে আসামের ওপরই। তাই গোটা দেশের নজর এই পাঁচ রাজ্যে।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৭ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৮ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৮ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে