Ajker Patrika

প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের: প্রতিরক্ষা সর্বাধিনায়ক

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৪: ০০
প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা ভারতের জন্য উদ্বেগের: প্রতিরক্ষা সর্বাধিনায়ক

ভারতের প্রতিরক্ষাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা তাঁর দেশের জন্য উদ্বেগের বিষয়। তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন বাংলাদেশে একধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির ব্যবসায়ীদের সংগঠন এফআইসিসিআই আয়োজিত এক সম্মেলনে অনিল চৌহান এ কথা বলেন। 

অনিল চৌহান বলেন, ‘জম্মু-কাশ্মীরে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ, যেটির হঠাৎ বাড়বাড়ন্ত আমরা পীর পাঞ্জালের দক্ষিণে দেখতে পাচ্ছি এবং চীনের সঙ্গে দীর্ঘায়িত সীমান্ত বিরোধ ভারতের দুটি প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ। আমাদের প্রতিবেশী দেশগুলোতে অস্থিতিশীলতা আমাদের জাতির জন্য আরেকটি উদ্বেগের কারণ।’ 
 
বৈশ্বিক ভূরাজনীতি বর্তমানে নিরন্তর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে অনিল চৌহান বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমরা বৈশ্বিক অস্থিতিশীলতার এক যুগের মধ্য দিয়ে যাচ্ছি। প্রযুক্তিগত, অর্থনৈতিক, পরিবেশগত বা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা—এসব বিষয়ে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি।’ 

অনিল চৌহান বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ আসলে দুটি বড় যুদ্ধের কারণে পরিবর্তিত হয়েছে, যা কেবল তীব্রই নয়, একই সঙ্গে ব্যাপক সময়ের জন্য দীর্ঘায়িত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য অংশেও বিশেষ করে, মিয়ানমার, সুদান, কঙ্গোয় যুদ্ধ চলছে। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও আর্মেনিয়ার যুদ্ধ হয়তো আপাতত মিটে গেছে, কিন্তু শান্তি বা স্থায়ী শান্তি এখনো অধরা।’ 

ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক বলেন, ‘আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অস্তিত্ব সবচেয়ে সহিংস ঝুঁকির মুখে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত