Ajker Patrika

ইউক্রেনে ৩ লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন সম্পন্ন: রাশিয়া

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০: ২০
ইউক্রেনে ৩ লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন সম্পন্ন: রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার ৩ লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এক মাসের মধ্যেই এই মোতায়েন সম্পন্ন করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া প্রশাসনের প্রধান গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শেষ হয়েছে। তাঁর এই মন্তব্যের মাত্র এক দিন পর রাশিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এল। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করেনি।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলান্দাজদের হামলায় চলতি সপ্তাহে অন্তত ২৩ রুশ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫৮ জন। গত বৃহস্পতিবার রাশিয়ার অন্তর্ভুক্ত চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ এ তথ্য জানান। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। কাদিরভের এ মন্তব্য রাশিয়ার জন্য অনেকটা অস্বাভাবিক।

অন্যদিকে, গত দুই দিনে রাশিয়া ইউক্রেনে ৩০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘মস্কো এখন পর্যন্ত ৪ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র হামলা এবং ৮ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে।’ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কিয়েভের একটি সড়কে দাঁড়িয়ে এসব কথা বলেন জেলেনস্কি। এ সময় তাঁর পাশে ইরানের তৈরি বিধ্বস্ত একটি শাহেদ ড্রোন পড়ে ছিল। এ সময় জেলেনস্কি মস্কোর ‘বিমান শক্তির ডানা’ ছিঁড়ে ফেলার আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত