অনলাইন ডেস্ক
ইউক্রেনে ফ্রান্সের দেওয়া একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উড়োজাহাজটির পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন বলেও জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘উড়োজাহাজটিতে ত্রুটি টের পেয়ে সঙ্গে সঙ্গেই ফ্লাইট ডিরেক্টরকে তা অবগত করেন পাইলট। সংকটময় পরিস্থিতি অনুযায়ী যে পদক্ষেপ নেওয়ার কথা, তা তিনি নিয়েছেন। এবং নিরাপদে বেরিয়ে এসেছেন। উদ্ধারকর্মীরা তাঁকে উদ্ধার করেছে। এবং পুরোপুরি সুস্থ রয়েছেন।’
ঘটনার একদিন পর আজ বুধবার স্থানীয় সময় সকালে এ নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিমান বিধ্বস্তের এই ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ‘রাশিয়া উড়োজাহাজটি ভূপাতিত করেনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের অত্যন্ত সক্রিয় ও প্রয়োজনীয় একটি যুদ্ধবিমান হারালাম। এটি ছিল ফরাসি মিরাজ ২০০০-৫।’
এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়াকে ইউক্রেনের বিমানবাহিনীর সক্ষমতার জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের কাছ থেকে মিরাজ ২০০০-৫ যুদ্ধবিমান গ্রহণ শুরু করেছিল ফ্রান্স। এর আগে গত বছর জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দেন, ইউক্রেনকে মিরাজ সরবরাহের পাশাপাশি ইউক্রেনীয় পাইলটদের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। লক্ষ্য ছিল—এই প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেন যেন পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এফ-১৬ পরিচালনায় সক্ষম হয়।
এক ইঞ্জিনবিশিষ্ট এই বহুমুখী যুদ্ধবিমানটি ১৯৭০-এর দশকে ফরাসি বিমানবাহিনীতে যুক্ত হয়। নকশার দিক থেকে এটি মার্কিন এফ-১৬-এর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।
এর আগে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ফরাসি যুদ্ধবিমান রাফাল বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে ফ্রান্স।
ইউক্রেনে ফ্রান্সের দেওয়া একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উড়োজাহাজটির পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন বলেও জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘উড়োজাহাজটিতে ত্রুটি টের পেয়ে সঙ্গে সঙ্গেই ফ্লাইট ডিরেক্টরকে তা অবগত করেন পাইলট। সংকটময় পরিস্থিতি অনুযায়ী যে পদক্ষেপ নেওয়ার কথা, তা তিনি নিয়েছেন। এবং নিরাপদে বেরিয়ে এসেছেন। উদ্ধারকর্মীরা তাঁকে উদ্ধার করেছে। এবং পুরোপুরি সুস্থ রয়েছেন।’
ঘটনার একদিন পর আজ বুধবার স্থানীয় সময় সকালে এ নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিমান বিধ্বস্তের এই ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ‘রাশিয়া উড়োজাহাজটি ভূপাতিত করেনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের অত্যন্ত সক্রিয় ও প্রয়োজনীয় একটি যুদ্ধবিমান হারালাম। এটি ছিল ফরাসি মিরাজ ২০০০-৫।’
এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়াকে ইউক্রেনের বিমানবাহিনীর সক্ষমতার জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের কাছ থেকে মিরাজ ২০০০-৫ যুদ্ধবিমান গ্রহণ শুরু করেছিল ফ্রান্স। এর আগে গত বছর জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দেন, ইউক্রেনকে মিরাজ সরবরাহের পাশাপাশি ইউক্রেনীয় পাইলটদের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। লক্ষ্য ছিল—এই প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেন যেন পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এফ-১৬ পরিচালনায় সক্ষম হয়।
এক ইঞ্জিনবিশিষ্ট এই বহুমুখী যুদ্ধবিমানটি ১৯৭০-এর দশকে ফরাসি বিমানবাহিনীতে যুক্ত হয়। নকশার দিক থেকে এটি মার্কিন এফ-১৬-এর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।
এর আগে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ফরাসি যুদ্ধবিমান রাফাল বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে ফ্রান্স।
ইসরায়েলি এক অবৈধ বসতি স্থাপনকারীর গুলিতে নিহত ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী আওদাহ হাতালিনের মৃতদেহ ফেরতের দাবিতে অনশন করছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি নারী। পশ্চিম তীরের হেবরনের দক্ষিণের গ্রাম উম আল-খাইরে এই অনশন শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
২২ মিনিট আগেহাসেম মল্লিক স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁর করা অপরাধের আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের পরিচয় গোপন করতে জাল ভারতীয় নথি তৈরি করেন।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের অন্যতম প্রাচীন বাতিঘর কেপ ব্রুনি লাইটহাউস থেকে ১২২ বছর পুরোনো একটি ‘বোতল বার্তা’ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত বাতিঘরটির ল্যান্টার্ন কক্ষে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এটি খুঁজে পান বিশেষজ্ঞ চিত্রশিল্পী ব্রায়ান বারফোর্ড।
২ ঘণ্টা আগেকেনিয়ার মাই-মাহিউ শহরে ১৩ বছর বয়সী শিশুরাও যৌন-বাণিজ্যের শিকার—বিবিসি আফ্রিকা আইয়ের গোপন অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক নির্মম বাস্তবতা। শহরটির অবস্থান একটি ব্যস্ত ট্রানজিট পয়েন্টে। এর ফলে এখানে প্রতিদিন প্রচুর ট্রাক আসা-যাওয়া করে।
২ ঘণ্টা আগে