Ajker Patrika

বিদ্যুত গ্রিডে আঘাত: ইউক্রেনীয়দের ‘সবকিছু চার্জ’ করে নেওয়ার আহ্বান

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৩: ৩৮
বিদ্যুত গ্রিডে আঘাত: ইউক্রেনীয়দের ‘সবকিছু চার্জ’ করে নেওয়ার আহ্বান

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন। দেশটির জাতীয় জ্বালানি কোম্পানি আজ বৃহস্পতিবার তাদের নাগরিকদের ‘সবকিছু চার্জ’ করার আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার আবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত হানে। ১০ অক্টোবর থেকে এই ধরনের হামলা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 

দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশে টানা চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ কারণে ফোন, পাওয়ার ব্যাঙ্ক, টর্চ এবং ব্যাটারি চার্জ করার আহ্বান জানান হয়েছে ।এ ছাড়া, অপারেটরটি ইউক্রেনীয়দের জল মজুতের কথাও বলা হয়েছে। 

এর আগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন যে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনারগো বলেছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে পূর্ববর্তী সময়ের তুলনায় গত ১০ দিনে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বেশি হামলা হয়েছে।

গতকাল ইউক্রেনারগো সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, আগামীকাল (বৃহস্পতিবার) আমরা নিয়ন্ত্রিত, খরচ বিধিনিষেধ প্রয়োগ ও একটি সুষম উপায়ে সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করব।  

ইউক্রেনারগো বলেছে, বিধিনিষেধগুলি সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউক্রেন জুড়ে প্রয়োগ করা যেতে পারে। এ ছাড়া কর্তৃপক্ষ ইউক্রেনীয়দের সন্ধ্যায় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। 

দেশটির নাগরিকদের উদ্দেশে ইউক্রেনারগো বলেছেন, ‘আবহাওয়া ঠান্ডা হলে আমরা আপনার সাহায্য চাইব না এটা বলতে পারি না।’ 

ইতিমধ্যে রাজধানী কিয়েভের কিছু অংশ এবং ইউক্রেনের অনেক অঞ্চল বিক্ষিপ্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিমে লভিভের মতো শহরগুলিসহ পুরো ইউক্রেন জুড়ে অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত