Ajker Patrika

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষ নিল যেসব দেশ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫: ১০
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষ নিল যেসব দেশ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়ে আনা এক প্রস্তাব বুধবার অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৪১ দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচ দেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৫টি দেশ। 

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে-রাশিয়া, বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া। 

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভোটে ইউক্রেনের প্রতীকী বিজয় হয়েছে এবং এর ফলে আন্তর্জাতিকভাবে রাশিয়া আরও বিচ্ছিন্ন হয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘জাতিসংঘের ১৪১টি সদস্য দেশ জানে, এটি ইউক্রেনের সংঘাতের চেয়েও বেশি কিছু। এটা ইউরোপের নিরাপত্তা এবং পুরো নিয়মভিত্তিক শৃঙ্খলার ওপর হুমকি।’  

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাধারণ পরিষদের প্রস্তাবে সত্যের প্রতিফলন ঘটেছে। বিশ্ব ইউক্রেনের ভয়ংকর মানবিক যন্ত্রণার অবসান চায়।’

উল্লেখ্য, ভারত-চীন-বাংলাদেশ-পাকিস্তান ভোট দেওয়া থেকে বিরত ছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত