Ajker Patrika

চার্লি কার্ক হত্যাকাণ্ড: নতুন ছবি প্রকাশ করে ১০০০০০ ডলার পুরস্কার ঘোষণা করল এফবিআই

আজকের পত্রিকা ডেস্ক­
চার্লি কার্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে এফবিআই। ছবি: সংগৃহীত
চার্লি কার্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে এফবিআই। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজন ব্যক্তির নতুন ছবি প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং উটাহ কর্তৃপক্ষ। একই সঙ্গে, এই সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ছবিগুলোতে দেখা যায়, একজন তরুণ একটি বেসবল ক্যাপ এবং সানগ্লাস পরে একটি ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। তাঁর পিঠে একটি কালো ব্যাকপ্যাক এবং তিনি টি-শার্ট পরিহিত, যেটির বুকের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা প্রিন্ট করা।

গতকাল বৃহস্পতিবার এফবিআই-এর সল্ট লেক সিটি অফিস এক্স হ্যান্ডলে চারটি নতুন ছবি শেয়ার করে বলেছে, ‘আমরা উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে চার্লি কার্কের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য জনসাধারণের সাহায্য চাচ্ছি।’

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন কলেজ পড়ুয়া বয়সের হতে পারে। হত্যাকাণ্ড ঘটিয়ে ছাদ থেকে লাফিয়ে জঙ্গলে পালিয়ে যাওয়া সেই খুনি ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পলাতক রয়েছে।

উটাহ ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি জানিয়েছে, চার্লি কার্ককে গুলি করার আগের মুহূর্তের বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে এই ছবিগুলো নেওয়া হয়েছে।

এফবিআই কর্মকর্তা রবার্ট বোহলস জানিয়েছেন, তদন্তকারীরা রাত-দিন কাজ করছেন ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। ঘটনাস্থলের কাছে জঙ্গল থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল উদ্ধার করা হয়েছে, যা দিয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। রাইফেলটির চেম্বার থেকে একটি ব্যবহৃত কার্তুজ এবং ম্যাগাজিনে আরও তিনটি কার্তুজ পাওয়া গেছে। অস্ত্র এবং গোলাবারুদ ফেডারেল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ছাড়া, ঘটনাস্থল থেকে পায়ের ছাপ এবং হাতের ছাপ পাওয়া গেছে, যা পরীক্ষার প্রক্রিয়াধীন। বোহলস বলেন, ‘আমি আপনাদের বলতে পারি যে এটি একটি পরিকল্পিত ঘটনা ছিল।’

এর আগে পুলিশ জানিয়েছিল, কার্ককে স্কুলের লুসি সেন্টারের ছাদ থেকে ছোড়া একটি মাত্র গুলিতে হত্যা করা হয়েছে, যা অনুষ্ঠানস্থল থেকে প্রায় ৯০ থেকে ১৮০ মিটার দূরে অবস্থিত।

বিশ্ববিদ্যালয়ের একটি খোলা প্রাঙ্গণে চার্লি কার্ক যখন সামাজিক সমস্যা নিয়ে কথা বলছিলেন, তখন এই হামলা হয়। হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কার্ক হাতে একটি মাইক্রোফোন নিয়ে কথা বলছেন, হঠাৎ গুলির শব্দ হয়। তাঁর গলার বাম পাশ থেকে গলগল করে রক্ত বের হতে দেখা যায়। উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে যান।

তদন্তকারীদের ধারণা, খুনি হয়তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিড়ে মিশে ছিল। গুলিবর্ষণের পর সে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার সাম্প্রতিকতম উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক কেন খুন হলেন, কী ঘটেছিল, কে ছিলেন তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত