আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর প্রিলুকিতে বুধবার গভীর রাতে এক রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় দমকল বিভাগের প্রধান। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, নিহতদের মধ্যে আছেন তাঁর স্ত্রী, পুলিশ অফিসার কন্যা এবং এক বছর বয়সী নাতি।
তিন প্রজন্মের এমন করুণ মৃত্যুর খবরে শোকাহত ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে—২৫ বছর বয়সী নিহত দারিনা শিগিদা (স্থানীয় দমকল প্রধানের কন্যা) একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বাহিনীতে যোগ দেন।
বিবৃতিতে বলা হয়, ‘দারিনা ছিলেন সাহসী, সৎ ও কর্তব্যপরায়ণ। তাঁর সহকর্মীরা ও পরিচিতজনেরা তাঁকে এমনভাবেই মনে রাখবেন।’
দারিনার স্বামীও একজন পেট্রল পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, মোটা শীতের জ্যাকেট ও টুপি পরে থাকা একটি শিশুকে কোলে চেপে ধরে আছেন মৃত এক মা। তাঁর নাম প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় নিহত শিশুটি যুদ্ধ শুরুর পর থেকে রুশ আগ্রাসনে প্রাণ হারানো ৬৩২ তম শিশু। তিনি বলেন, ‘বুধবার রাতে রাশিয়া ১০৩টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছুড়ে মারে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।’
প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে ‘রুশ সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ’ হিসেবে বর্ণনা করে পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ ও চাপ বৃদ্ধির আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘শক্তি প্রয়োগ করেই এই যুদ্ধ থামানো সম্ভব।’
প্রিলুকি শহর আজ বৃহস্পতিবার থেকে দুই দিনের শোক ঘোষণা করেছে। শহরের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো ব্যানার টানানো হয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, রাশিয়ার নিজস্ব উৎপাদিত ইরানি শাহেদ ড্রোন দিয়েই ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার কৌশল হিসেবেই এই ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে মস্কো।
ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর প্রিলুকিতে বুধবার গভীর রাতে এক রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ৯ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় দমকল বিভাগের প্রধান। সেখানে গিয়ে তিনি আবিষ্কার করেন, নিহতদের মধ্যে আছেন তাঁর স্ত্রী, পুলিশ অফিসার কন্যা এবং এক বছর বয়সী নাতি।
তিন প্রজন্মের এমন করুণ মৃত্যুর খবরে শোকাহত ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে—২৫ বছর বয়সী নিহত দারিনা শিগিদা (স্থানীয় দমকল প্রধানের কন্যা) একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বাহিনীতে যোগ দেন।
বিবৃতিতে বলা হয়, ‘দারিনা ছিলেন সাহসী, সৎ ও কর্তব্যপরায়ণ। তাঁর সহকর্মীরা ও পরিচিতজনেরা তাঁকে এমনভাবেই মনে রাখবেন।’
দারিনার স্বামীও একজন পেট্রল পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, মোটা শীতের জ্যাকেট ও টুপি পরে থাকা একটি শিশুকে কোলে চেপে ধরে আছেন মৃত এক মা। তাঁর নাম প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় নিহত শিশুটি যুদ্ধ শুরুর পর থেকে রুশ আগ্রাসনে প্রাণ হারানো ৬৩২ তম শিশু। তিনি বলেন, ‘বুধবার রাতে রাশিয়া ১০৩টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছুড়ে মারে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।’
প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনাকে ‘রুশ সন্ত্রাসবাদের আরেকটি উদাহরণ’ হিসেবে বর্ণনা করে পশ্চিমা দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ ও চাপ বৃদ্ধির আহ্বান জানান। তাঁর ভাষায়, ‘শক্তি প্রয়োগ করেই এই যুদ্ধ থামানো সম্ভব।’
প্রিলুকি শহর আজ বৃহস্পতিবার থেকে দুই দিনের শোক ঘোষণা করেছে। শহরের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো ব্যানার টানানো হয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, রাশিয়ার নিজস্ব উৎপাদিত ইরানি শাহেদ ড্রোন দিয়েই ইউক্রেনের ওপর হামলা জোরদার করেছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়ার কৌশল হিসেবেই এই ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে মস্কো।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বহু বছরের বৈরিতার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় এই অবস্থান বদল আনছে গোষ্ঠীটি।
১ সেকেন্ড আগেআফগানিস্তান সীমান্তের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সংঘর্ষের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার (আইএসপিআর) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সীমান্তজুড়ে সংঘটিত সংঘর্ষে দুশ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে, পাকিস্তানের ...
৮ মিনিট আগেপশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিকেল শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় করা মন্তব্যে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দিয়ে মমতা প্রশ্ন তোলেন, ২৩ বছর বয়সী ওই ছাত্রী কীভাবে গভীর রাতে ক্যাম্পাসের বাইরে গেলেন?
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির পর কি ঘটবে সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও, হামাস আস্থা রাখছে মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসবাণীর ওপর। মিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে ইসরায়েল, হামাসসহ বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধপরবর্তী...
২ ঘণ্টা আগে