আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির পর কি ঘটবে সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও, হামাস আস্থা রাখছে মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসবাণীর ওপর। মিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে ইসরায়েল, হামাসসহ বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধপরবর্তী সময়ে গাজার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে হামাস জানিয়েছে, তারা যুদ্ধপরবর্তী গাজার শাসনকাজে অংশ নেবে না।
হামাসের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছে, যুদ্ধপরবর্তী গাজা শাসনে অংশ নেবে না হামাস। এই মন্তব্য এল এমন এক সময়, যার মাত্র কয়েক দিন আগে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
সূত্রটি এএফপিকে বলেছে, ‘হামাসের কাছে গাজা উপত্যকার শাসন এখন বন্ধ অধ্যায়। হামাস অন্তর্বর্তীকালীন সময়ে কোনোভাবেই অংশ নেবে না। অর্থাৎ, তারা উপত্যকার নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়িয়েছে। তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই হামাস থাকবে।”
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছবি প্রকাশ করে দলটি। এই বাহিনী গাজায় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে। ছবিতে দেখা যায়, তারা প্রকাশ্যে এসেছে। এই উপস্থিতি সীমিত হলেও, সেটি ছিল শক্তির প্রদর্শনীর এক প্রতীকী রূপ।
হামাস ঘনিষ্ঠ গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সশস্ত্র ওই সদস্যরা সীমিত পরিসরে টহল দিচ্ছেন। ছবিতে মাত্র কয়েকজন অস্ত্রধারীকে দেখা গেছে, তাদের বাইরে আরও কেউ উপস্থিত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এই প্রকাশনা মূলত দেখানোর চেষ্টা যে, দুই বছরের ভয়াবহ যুদ্ধের পরও হামাস এখনো গাজার কিছু অংশে সবচেয়ে প্রভাবশালী শক্তি।
হামাস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই তারা অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেবে। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধপরবর্তী পরিকল্পনার কিছু ধাপ নিয়ে সংগঠনটির আপত্তি রয়েছে। জিম্মি-অপহৃত বিনিময় সম্পন্ন হওয়ার পর সেসব বিষয়ে পরবর্তী আলোচনা হবে।
এই ধাপগুলোর মধ্যে রয়েছে—হামাসের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধ-পরবর্তী গাজা প্রশাসনে তাদের সম্পূর্ণ বর্জন। তবে হামাস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত চলতে থাকলে তারা অন্তত কিছু অস্ত্র নিজেদের কাছে রাখবে।
একই সঙ্গে তারা গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে রাজি হয়েছে, তবে ফিলিস্তিনি জাতীয় রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার দাবি জানিয়েছে হামাস।
শুক্রবার হামাসের সামরিক সদস্যদের আংশিক প্রকাশ্য উপস্থিতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডানপন্থী জোটসঙ্গীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ওই দুই দল বৃহস্পতিবার স্বাক্ষরিত যুদ্ধ-সমাপ্তি চুক্তির বিরোধিতা করছে এবং গাজায় ইহুদি পুনর্বাসনের দাবিও তুলেছে।
পরিকল্পনার এখনো আলোচনাধীন অংশে রয়েছে হামাসের অস্ত্র সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা এবং গাজা উপত্যকার সামরিকীকরণ বন্ধ করা। নেতানিয়াহু সতর্ক করেছেন, এই শর্তগুলো কার্যকর না হলে ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করবে।
এদিকে, শুক্রবার সকালে প্রাথমিকভাবে সেনা প্রত্যাহার শুরু করলেও ইসরায়েল এখনো গাজা উপত্যকার অর্ধেকেরও বেশি অংশের নিয়ন্ত্রণে রয়েছে। আগামী সপ্তাহে জিম্মি মুক্তির পর পর্যন্ত আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ওই সব এলাকায় অবস্থান করবে। হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের ওপর পরবর্তী সেনা প্রত্যাহার নির্ভর করবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে কয়েক মাস লেগে যেতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির পর কি ঘটবে সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও, হামাস আস্থা রাখছে মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসবাণীর ওপর। মিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে ইসরায়েল, হামাসসহ বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধপরবর্তী সময়ে গাজার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে হামাস জানিয়েছে, তারা যুদ্ধপরবর্তী গাজার শাসনকাজে অংশ নেবে না।
হামাসের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছে, যুদ্ধপরবর্তী গাজা শাসনে অংশ নেবে না হামাস। এই মন্তব্য এল এমন এক সময়, যার মাত্র কয়েক দিন আগে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
সূত্রটি এএফপিকে বলেছে, ‘হামাসের কাছে গাজা উপত্যকার শাসন এখন বন্ধ অধ্যায়। হামাস অন্তর্বর্তীকালীন সময়ে কোনোভাবেই অংশ নেবে না। অর্থাৎ, তারা উপত্যকার নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়িয়েছে। তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই হামাস থাকবে।”
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছবি প্রকাশ করে দলটি। এই বাহিনী গাজায় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে। ছবিতে দেখা যায়, তারা প্রকাশ্যে এসেছে। এই উপস্থিতি সীমিত হলেও, সেটি ছিল শক্তির প্রদর্শনীর এক প্রতীকী রূপ।
হামাস ঘনিষ্ঠ গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সশস্ত্র ওই সদস্যরা সীমিত পরিসরে টহল দিচ্ছেন। ছবিতে মাত্র কয়েকজন অস্ত্রধারীকে দেখা গেছে, তাদের বাইরে আরও কেউ উপস্থিত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এই প্রকাশনা মূলত দেখানোর চেষ্টা যে, দুই বছরের ভয়াবহ যুদ্ধের পরও হামাস এখনো গাজার কিছু অংশে সবচেয়ে প্রভাবশালী শক্তি।
হামাস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই তারা অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেবে। তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধপরবর্তী পরিকল্পনার কিছু ধাপ নিয়ে সংগঠনটির আপত্তি রয়েছে। জিম্মি-অপহৃত বিনিময় সম্পন্ন হওয়ার পর সেসব বিষয়ে পরবর্তী আলোচনা হবে।
এই ধাপগুলোর মধ্যে রয়েছে—হামাসের নিরস্ত্রীকরণ এবং যুদ্ধ-পরবর্তী গাজা প্রশাসনে তাদের সম্পূর্ণ বর্জন। তবে হামাস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত চলতে থাকলে তারা অন্তত কিছু অস্ত্র নিজেদের কাছে রাখবে।
একই সঙ্গে তারা গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে রাজি হয়েছে, তবে ফিলিস্তিনি জাতীয় রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়ার দাবি জানিয়েছে হামাস।
শুক্রবার হামাসের সামরিক সদস্যদের আংশিক প্রকাশ্য উপস্থিতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডানপন্থী জোটসঙ্গীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। ওই দুই দল বৃহস্পতিবার স্বাক্ষরিত যুদ্ধ-সমাপ্তি চুক্তির বিরোধিতা করছে এবং গাজায় ইহুদি পুনর্বাসনের দাবিও তুলেছে।
পরিকল্পনার এখনো আলোচনাধীন অংশে রয়েছে হামাসের অস্ত্র সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা এবং গাজা উপত্যকার সামরিকীকরণ বন্ধ করা। নেতানিয়াহু সতর্ক করেছেন, এই শর্তগুলো কার্যকর না হলে ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করবে।
এদিকে, শুক্রবার সকালে প্রাথমিকভাবে সেনা প্রত্যাহার শুরু করলেও ইসরায়েল এখনো গাজা উপত্যকার অর্ধেকেরও বেশি অংশের নিয়ন্ত্রণে রয়েছে। আগামী সপ্তাহে জিম্মি মুক্তির পর পর্যন্ত আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ওই সব এলাকায় অবস্থান করবে। হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের ওপর পরবর্তী সেনা প্রত্যাহার নির্ভর করবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে কয়েক মাস লেগে যেতে পারে।
ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক (জাতীয়) নেত্রী পূজা শকুন পাণ্ডে। ১৫ দিন পলাতক থাকার পর শুক্রবার রাতে রাজস্থানের ভরতপুর জেলার লোধা বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
২৩ মিনিট আগেআফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে কিছু সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। এটি মূলত কারিগরি ত্রুটি ছিল। অন্য কোনো সমস্যা নয়। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’
২৮ মিনিট আগেমাদাগাস্কারে সেনাবাহিনীর একটি বিদ্রোহী ইউনিট ঘোষণা করেছে, তারা দেশের সব সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করছে। এর আগে গতকাল শনিবার সেনাবাহিনীর প্রশাসনিক ও টেকনিক্যাল কর্মকর্তাদের নিয়ে গঠিত ক্যাপসাট (CAPSAT) ইউনিট...
১ ঘণ্টা আগেলেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বহু বছরের বৈরিতার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় এই অবস্থান বদল আনছে গোষ্ঠীটি।
১ ঘণ্টা আগে