Ajker Patrika

নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১: ৩৬
নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে গতকাল বৃহস্পতিবার কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ ঠেকাতে বা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি বিশাল হতাশা ও ক্রোধের বিষয়।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। 

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, ‘খুব স্পষ্ট করে বলি, এটি (নিরাপত্তা পরিষদ) যুদ্ধ থামাতে কিংবা বন্ধ করতে তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।’ 

জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ। 

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম সদস্য রাশিয়া। দেশটি এই সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। 

আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণকে এটিই বলতে এসেছি যে, আমরা হাল ছাড়ব না।’ 

নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু হয়ে গেছে’ স্বীকার করে নিয়ে গুতেরেস বলেন, ‘পরিষদ যখন পঙ্গু হয়ে গেছে, তখন জাতিসংঘ ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৪০০ কর্মী রয়েছেন, যাঁরা খাদ্যসহায়তা, নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য কাজ করছেন।’ 

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।’ এ সময় তিনি আবারও তাঁর দেশে রাশিয়ার পদক্ষেপকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন। 

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবের সফরের সময় রাজধানী কিয়েভের কেন্দ্রীয় শেভচেঙ্কো জেলায় দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত